জেলা বিএনপি'র সদস্য সচিবকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকাল ৫টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা দেবীগঞ্জ মহিলা কলেজের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপি'র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধন্ত অমান্য করে চেয়ারম্যান পদে নির্বাচন করায় বুলবুলকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পরে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন বুলবুল। এর আগে তাকে বারংবার কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও তিনি তা শুনেননি।
নির্বাচনের পর থেকে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে থাকেন বুলবুল ও তার পরিবারের সদস্যরা। বুলবুল ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, উপজেলা নির্বাচনে প্রথমে তাকে দাঁড়িয়ে দেওয়া ও পরে আওয়ামী লীগ নেতার হয়ে কাজ করার মতো গুরুতর অভিযোগ তুলেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বুলবুলের এই ধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভবিষ্যতে বুলবুল ও তার অনুসারীরা এমন অপপ্রচার অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থা গ্রহণসহ দাঁত ভাঙ্গা জবাব দিবেন বলে হুশিয়ারি দেন নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মো: তবারক হ্যাপি, যুগ্ম আহবায়ক ডা: নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম, পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমাহহন চৌধুরী এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ মে) সোনাহার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করেন বুলবুলের অনুসারীরা। সেখানে প্রকাশ্যে বুলবুল এই সব অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে লাইসেন্সবিহীন ট্রলার সাগরে

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান
