চট্টগ্রামে দেবুর উদ্যোগে শিক্ষকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ও ব্যবস্থাপনায় আজ শুক্রবার (২০ আগস্ট) চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন বাঁচাও, শিক্ষক বাঁচাও প্রস্তাবনা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের শিক্ষকদের মাঝে উপহার হিসেবে খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী মো. কামরুল ইসলাম।
চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আবছারের কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সচিব লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক এমকেএম নুরুল বছরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজনের পৃষ্টপোষক সমাজসেবক ও শিক্ষানুরাগী দেবাশীষ পাল দেবু।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সচিব এম কে দাশ, পরিকল্পনা ও উন্নয়ন সচিব কবিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য এমকে বড়ুয়া। এতে চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির কামরুল ইসলাম, কবিরুল ইসলাম, লায়ন হুমায়ুন কবির, আনিফুর রহমান লিটু, সুপলাল বড়ুয়া, মিলন বড়ুয়া, আবিদা সুলতানা, জাহানারা বেগম পায়রা, আমিনুল হক মিলন, মাহতাব উদ্দীন চৌধুরী, এম এ মতিন, নাজিম উদ্দীন চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, আবদুল্লাহ আল মামুন, এম জাহাঙ্গীর আলম, সৌরেন বড়ুয়া, পরাগ বড়ুয়া, ধ্রুবজিৎ বড়ুয়া, জাহিদ হোসেন, সাজ্জাদ হেসেন, জয়নাল আবেদীন, মো. জাবেদ, ইমন মহাজনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপহারসামগ্রী গ্রহণ করেন তারা হলেন- ডনভিউ কেজি স্কুল, খুলসী চাইল্ড গ্রামার কেজি স্কুল, আব্দুল হামিদ কিন্ডারগার্টেন, হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, আল্লামা ইকবাল একাডেমী, চট্টগ্রাম বিদ্যানিকেতন, হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, অক্সফোড স্কুল অ্যান্ড কলেজ, স্প্রাউট ইন্টারন্যাশানাল স্কুল, ব্রাইট ভিউ স্কুল, হযরত শাহ আমানত (র.) ইনস্টিটিউট, আমিরাবাদ চেরী গ্রামার স্কুল, ট্যালেন্ট গ্রামার স্কুল, লিটল বার্ড কেজি স্কুল, অক্সফোড প্রি ক্যাডেট স্কুল, ঘাটচেক কিন্ডারগার্টেন স্কুল, সানমুন স্কুল অ্যান্ড কলেজ, খান সাহেব আবদুল হকিম কিন্ডারগার্টেনসহ আরো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা সেই মেরুদণ্ড গড়ার কারিগর। চলমান মহামারী করোনা পরিস্থিতিতে প্রায় দুই বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এমন পরিস্থিতিতে কষ্টে আছেন বেসরকারি শিক্ষকরা। কারণ এই সময়ে তাদের বেতন বন্ধ। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমি ব্যক্তি উদ্যোগে জাতির মেরুদণ্ড গড়ার কারিগরদের পাশে দাঁড়াতে চাই। মহানগরের আওয়াতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিওভুক্ত শিক্ষকদের সহযোগিতা করতে চাই।
এমএসএম / জামান
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন
তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা
চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি