নাঙ্গলকোটে চাঁদাবাজদের হামলায় আহত ৪

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শান্তির বাজারসংলগ্ন দাসনাইপাড়া এলাকায় চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সশয় রড দিয়ে এলোপাতাড়ি পেটানোয় ফলে গুরুতর জখম ৪ জনকে আশংকাজনক অবস্থায় নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন- ফাহাদ মিয়াজী, হৃদয় মোল্লা, হাছান, বাপন মিয়াজী।
এ বিষয়ে জননী মৎস্য ও পশুর খামার এবং জননী খাদ্য ও ওষুধ সরবরাহকরী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইমাম হাছান মজুমদার শিশির সকালের সময়কে বলেন, আমার কাছে চাঁদাবাজরা দীর্ঘদিন যাবৎ ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় চাঁদাবাজরা বিভিন্নভাবে আমার ব্যবসার ক্ষতি করে আসছিল।
প্রতিষ্ঠানের ম্যানাজার ও কর্মচারী ফাহাদ মিয়াজী ও হৃদয় মোল্লা দেবীর পুকুরে ১১২ মণ মাছ পাইকারি বিক্রি করে। মাছ বিক্রির নগদ ৫ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে প্রতিষ্ঠানের অফিস শান্তির বাজারমুখী যাওয়ার সময় গত ১০ আগস্ট সন্ধ্যায় তাদের ওপর চাঁদাবাজরা হামলা চালিয়ে ৫ লাখ ৭৫ হাজার টাকা ও মোবাইল সেটসহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায় এবং তাদের দেশীয় অস্ত্র লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর হামলা করে। সেখানে মারমুখী অবস্থায় উপস্থিত ছিল আলী আক্কাছ রাসেল, ইফসুফ মোল্লা, কাজী এনায়েত, দেলু এবং ফরিদ।
এ বিষয়ে ইমাম হাছান শিশির বাদী হয়ে ৪ জনকে আসামি করে কুমিল্লা কোর্টে একটি মামলা দায় করেন। আসামিরা হলেন- জিতু মিয়ার ছেলে সালেহ আহম্মদ (৩০), মাওলানা বদিউজ্জামানের ছেলে মাসুদ মোল্লা (২৭), আলী আক্কাসেরর ছেলে আরফিন সাগর (২৫), আবদুল কাদের ড্রাইভারের ছেলে নাছির মোলা (৩৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত ফাহাদ মিয়াজীর বাম চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে এবং তার চোখ অপারেশনের জন্য নাঙ্গলকোট অপটিক্যাল অ্যান্ড মেডিকেল সেন্টারে চোখ অপারেশনের জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া হৃদয় মোল্লার ডান হাতের হাড় ভেঙে গেছে। হাছানের বিভিন্ন স্থানে নীলা জখম হয়েছে। তাকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপন মিয়াজীরও বিভিন্ন স্থানে নীলা জখম হয়েছে। তাকে বাঙ্গড্ডা হলিফাওয়ার হসপিটালে ভর্তি করা হয়। অন্যদের অবস্থা আশংকাজনক দেখলে কর্মরত ডাক্তার তাদের কুমিল্লা সরকারি হাসপাতালে প্রেরণ করেন।
এমএসএম / জামান

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!
