ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে চাঁদাবাজদের হামলায় আহত ৪


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২০-৮-২০২১ রাত ৯:৫৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শান্তির বাজারসংলগ্ন দাসনাইপাড়া এলাকায় চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সশয় রড দিয়ে এলোপাতাড়ি পেটানোয় ফলে গুরুতর জখম ৪ জনকে আশংকাজনক অবস্থায় নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন- ফাহাদ মিয়াজী, হৃদয় মোল্লা, হাছান, বাপন মিয়াজী। 

এ বিষয়ে জননী মৎস্য ও পশুর খামার এবং জননী খাদ্য ও ওষুধ সরবরাহকরী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইমাম হাছান মজুমদার শিশির সকালের সময়কে বলেন, আমার কাছে চাঁদাবাজরা দীর্ঘদিন যাব‍ৎ ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় চাঁদাবাজরা বিভিন্নভাবে আমার ব্যবসার ক্ষতি করে আসছিল।

প্রতিষ্ঠানের ম্যানাজার ও কর্মচারী ফাহাদ মিয়াজী ও হৃদয় মোল্লা দেবীর পুকুরে ১১২ মণ মাছ পাইকারি বিক্রি করে। মাছ বিক্রির নগদ ৫ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে প্রতিষ্ঠানের অফিস শান্তির বাজারমুখী যাওয়ার সময় গত ১০ আগস্ট সন্ধ্যায় তাদের ওপর চাঁদাবাজরা হামলা চালিয়ে ৫ লাখ ৭৫ হাজার টাকা ও মোবাইল সেটসহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায় এবং তাদের  দেশীয় অস্ত্র লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর হামলা করে। সেখানে মারমুখী অবস্থায় উপস্থিত ছিল আলী আক্কাছ রাসেল, ইফসুফ মোল্লা, কাজী এনায়েত, দেলু ‍এবং ফরিদ। 

এ বিষয়ে ইমাম হাছান শিশির বাদী হয়ে ৪ জনকে আসামি করে কুমিল্লা কোর্টে একটি মামলা দায় করেন। আসামিরা হলেন- জিতু মিয়ার ছেলে সালেহ আহম্মদ (৩০), মাওলানা বদিউজ্জামানের ছেলে মাসুদ মোল্লা (২৭), ‍আলী ‍আক্কাসেরর ছেলে আরফিন সাগর (২৫), ‍আবদুল কাদের ড্রাইভারের ছেলে নাছির মোলা (৩৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত ফাহাদ মিয়াজীর বাম চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে এবং তার চোখ অপারেশনের জন্য নাঙ্গলকোট অপটিক্যাল অ্যান্ড মেডিকেল সেন্টারে চোখ অপারেশনের জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া হৃদয় মোল্লার ডান হাতের হাড় ভেঙে গেছে। হাছানের বিভিন্ন স্থানে নীলা জখম হয়েছে। তাকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপন মিয়াজীরও বিভিন্ন স্থানে নীলা জখম হয়েছে। তাকে বাঙ্গড্ডা হলিফাওয়ার হসপিটালে ভর্তি করা হয়। অন্যদের অবস্থা আশংকাজনক দেখলে কর্মরত ডাক্তার তাদের কুমিল্লা সরকারি হাসপাতালে প্রেরণ করেন।

এমএসএম / জামান

ভুরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ক্লাস

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চন্দনাইশে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩, আহত-৭

কুড়িগ্রামে আমনের ভরা মৌসুমে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকট

চর আষাড়িয়াদহে পদ্মার ভাঙনে ৩০০ পরিবার ছাড়ছে প্রিয় জন্মভূমি

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, মাংস মাটিতে পুঁতে ফেললো প্রশাসন

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান, ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

অভয়নগরের ৭৫ দিনে কুকুরে কামড়ে আক্রান্ত ৬০৫ জন

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েতের উঠান বৈঠক, আগামী নির্বাচনের প্রস্তুতির আহ্বান

কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী বরেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু