ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশেহারা সোনাপুরের মানুষ


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৪:২৮

কুড়িগ্রামের রৌমারী উপজেলায়  ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাচ্ছে এতে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙ্গন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর,চর গেন্দার আরগা,ঘুঘুমারী ও সুখের বাতী এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এখন পর্যন্ত ভাঙ্গন কবলিত মানুষের পার্শে দাড়ায়নি কোন সরকারী, বে-সরকারী সংস্থা ও জনপ্রতিনিধি। তারা নদের পার্শে ঝুপড়ী ঘর তৈরীকরে ও খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। 
 
জানাযায়, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর ও চর গেন্দার আলগা গ্রামে নদের পানি বৃদ্ধির সাথে সাথে  তীব্র ভাঙ্গন দেখাদিয়েছে। গত ৩দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গে বিলিন হয়েছে ৩০টি বাড়ী ও কয়েক একর ফসলী জমি। ভাঙ্গন কবলে পড়ে দিশেহারা হয়েছে সেনাপুর ও চর গেন্দার আলগার মানুষ। এলাকা বাসীর অভিযোগ, ভাঙ্গন রোধে এখন প্রর্যন্ত কোন জিও ব্যাগ ও ভাঙ্গন রোধে কোন কার্যকর ব্যাবস্থা নেইনি পানি উন্নয়ন বোর্ড। 

সোনাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন(৯০) বলেন, আমি এর আগেও কয়েকবার নদী ভাঙ্গনের কবলে পরে আমর সব কিছু শেষ হয়েগেছে। আমার ছেলে মেয়েরা বাহিরে থাকে।  বৃদ্ধবয়সে আমর ঘর নদীতে ভেঙ্গে গেলো আমি কিছুই করতে পারলাম না। আমাগরে গ্রামের মানুষ নদী ভাঙ্গনের কারনে দিশেহারা হয়েগেছে। তিনি আরো বলেন, সরকার আমাগরে সোনাপুর এলাকার মানুষের দিকে একটু সু নজর জেন দেয়।

সোনাপুর গ্রামের মো. সামাদ আলী বেদনা দায়ক কন্ঠে বলেন, আমার আবাদী জমি ও বাড়ীভিটা সব নদীতে বিলিন হয়েগেছে। আমি নিস্বহয়ে গেলাম আমার বাড়ি করার মতো কোন জায়গা নাই, নদীরপাড়ে অন্যের জমিতে ছাপড়া ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে কোনমতে আছি জমির মালিকরা চইলা জাইতে কয়তেছে আমি এহন কোথায় যামু তার কোন নিশানা পাইতেছিনা আমি এহন দিশা হারাহয়েগেছি। 
 
সোনাপুর গ্রামের  ৬নং য়ার্ডের ইউপি সদস্য মো. সংশের আলী মাদার বলেন,ব্রহ্মপুত্র নদে পানি বাবার সাথেসাথে সোনাপুর গ্রামে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে তিন দিনে ৩০টা বাড়ী নদীতে বিলিন হয়েছে। যেভাবে নদীতে ভাঙ্গন শুরু হয়েছে নদীতে ভাঙ্গন দেখে এলাকার মানুষ দিশেহাড়া হয়ে পড়েছে। এখন প্রর্যন্ত ভাঙ্গন কবলিত মানুষেরা সরকারি-বেসরকারি ভাবে কোন সাহায্য পায়নাই। এবং তাদেরকে কেউ দেখতে আসেনাই। তারা নদের পার্শে ঝুপড়ী ঘর তৈরীকরে ও খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে। আমি চেয়ারম্যন, ইউএনও ও পিআইও কে ফোন দিয়েছিলাম কেউ রিসিভ করেনাই। 
 
চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কে এইচ এম সাইদুর রহমান দুলাল বলেন, আমি কাজের জন্য বাহিরে আছি তবে আমি শুনেছি আমার ইউনিয়নের তিন চারটি গ্রামে পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গন দেখা দিয়েছে। আমার ইউনিয়নে এখন পর্যন্ত কোন বরাদ্দ পাইনাই। আমি আসতেছি এসেই নিজের অর্থদিয়ে হলেও ভাঙ্গন কবলিত মানুষের পার্শে দাড়াবো। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, আমি সোনাপুর ও চর গেন্দার আলগা গুরেদেখেছি, তারা অনেক কষ্টে আছে। আমার কাছে কোন বরাদ্দনাই তবে ডিসি স্যার প্রাকৃতিক দুর্যোগের জন্য ২টন জিআর বরাদ্দ দিয়েছে  আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনের কাছে তালিকা চেয়েছি। তবে ভাঙ্গন এলাকার জন্য ২টন সামান্য মাত্র। আরো বরাদ্দর জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানাবে।

উপজেল্ ানির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, কয়েকদিন থেকে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথে সাথে তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। ইতিমধ্যে উপজেলা কয়েকটি গ্রামে ভাঙ্গন দেখাদিয়েছে তার মধে সোনাপুর ও চর গেন্দার আলগা এলাকায় বেশি ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলায় ২টন জিআর বরাদ্দ আছে এবং আরো বরাদ্দর জন্য জেলায় কথাবলা হয়েছে আশা করছি দ্রুতই পাবো।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথেসাথে কিছু কিছু এলায় তীব্র হচ্ছে নদের ভাঙ্গন। তবে ভাঙ্গন কবলিত এলাকা গুলোতে আপাদতো জিও ব্যাগ ফেলানোর কাজ চলমান আছে। 

এমএসএম / এমএসএম

শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন-এড: আহমেদ আজম খান

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজগকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়ঃ এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈলে কেজি স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে:বক্কর

অপরাধ দমনে কোনাবাড়িতে পুলিশের বিশেষ মহড়া

আ' লীগ আমলে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপিঃ শামসুজ্জামান দুদু

বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি: একেএম ফারুক আহমেদ তালুকদার

ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক্তার ও নার্স নিয়োগ হলেও নির্মাণ হয়নি হাসপাতাল

চৌগাছায় কালবের ৯ম

কলমাকান্দায় আগুনে পুড়ে দোকান-বাড়ি সব শেষ জালাল উদ্দীনের

প্রেসক্লাব চৌগাছার সদস্য সাংবাদিক এবি সিদ্দিক মন্টু আর নেই