জমে উঠেছে চৌগাছার পৌর পশুহাট

কুরবানীকে সামনে রেখে জমে উঠেছে চৌগাছার ঐহিত্যবাহি পৌর পশুহাট। হাটে পশুর সমাগন আর ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতি জানান দিচ্ছে কুরবানীর ঈদ সন্নিকটে। বাজারে আগত ক্রেতা বিক্রেতা সকলেই পশুহাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও ও দাম নিয়ে উভয়ের মধ্যে রয়েছে অসন্তোষ।
১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ইতোমধ্যে অনেকেই কুরবানীর জন্য প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। যারা বাকি আছেন তারা পশু ক্রয়ের জন্য ছুটছেন হাটের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে। শেষ সময়ে এসে পশুর দাম ভাল পওয়ায় আশায় পশু বিক্রেতারা বিশাল বিশাল আকৃতির গরু ছাগল হাটে তুলছেন।
গতকাল সোমবার ছিল চৌগাছার পশুহাটের দিন। সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলা হতে কুরবানীর পশু আসতে থাকে হাটে। বেলা বাড়ার সাথে সাথে শতশত পশু আর ক্রেতা বিক্রেতায় বিশাল পশুহাট একাকার হয়ে যায়। দুপুরের সাথে সাথে শুরু হয়ে যায় বেচা কেনা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতা অসন্তোষ জানালেও হাটের সার্বিব ব্যবস্থাপনায় খুশি।
চৌগাছা পৌর এলাকার ইমরুল ইসলাম বড় বড় দুটি গরু নিয়েছেন বিক্রির জন্য। কিন্তু কাংখিত দাম না হওয়ায় তিনি বেশ হতাশ। তিনি বলেন, গো-খাদ্যের যে পরিমান দাম বেড়েছে তাতে করে গরু পালন করে লাভ তো দুরের কথা লুকসান গুনতে হবে। যে গরু দেড় লাখ টাকা দাম ক্রেতারা তার দাম বলেছে এক লাখ দশ হাজার টাকা।
গরু কিনতে আসা যশোর উপশহরের আক্তারুজ্জামান, চৌগাছার ইমাম হোসেন বলেন, পশুর দাম হাকা হচ্ছে আকাশ ছোঁয়া। দেখা শুনা করছি, দেখি এই হাটে না হলে সামনের হাটে কিনবো।
চৌগাছার পশুহাটে যশোরের সকল উপজেলা ছাড়াও পাশ্ববর্তী ঝিনাইদাহ জেলার সকল উপজেলা, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনার ফুলতলাসহ বিভিন্ন এলাকা হতে ক্ষুদ্র ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন। প্রতি বছরের মত এ বছরও তারা গরু ও ছাগল নিয়ে আসছেন।
গরু ব্যবসায়ী নোয়াখালী জেলার মনির উদ্দিন, মিরাজ হোসেন, জসিম উদ্দিন, ঢাকার হাজী সাহেব, শফিকুল ইসলাম, যাদবপুরের আশাদুল ইসলাম, তালসারের বিল্লাল হোসেন বলেন, এ অঞ্চলে যতগুলো পশুহাট আছে তারমধ্যে চৌগাছার হাট অন্যতম বলে আমরা মনে করি। হাটের সার্বিক ব্যবস্থাপনা এবং ব্যাপক হারে পশু উঠায় ইচ্ছামত দামে পশু কেনা যায়। এখান থেকে পশু কিনে আমরা রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালি, বরিশালসহ বিভিন্ন এলাকাতে নিয়ে যায়। প্রতি বছরই হাট থেকে পশু কিনে লাভবান হয়েছি এবারও সেই ধারাবাহিকতা থাকবে বলে মনে করছি।
পশুহাটের অন্যতম পৃষ্ঠপোষক পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান বলেন, আমরা ক্রেতা বিক্রেতার জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করেছি। প্রবেশ মুখে আছে প্রচার মাইক, সেখান থেকে সকলকে অব্যহত ভাবে সতর্ক করা হচ্ছে, হাটে অর্ধশত স্বেচ্ছাসেবি নিযুক্ত আছেন, হাট এলাকা সিসি ক্যামেরার আওতায়, পশু পরীক্ষার জন্য নিয়োজিত আছেন চিকিৎসক, গোটা পশুহাট মেহগনি গাছের ছাঁয়ায় ঘেরা, সর্বোপরি খাজনাও সহশীল পর্যায়ে। সেই কারনে চৌগাছার পশুহাট সকলের কাছে অত্যান্ত জনপ্রিয় একটি হাটে রুপ নিয়েছে
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
