ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়ানক, পানিবন্দি অর্ধলক্ষ মানুষ


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:২৯

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বালাগঞ্জে বন্যা পরিস্থিতি সময়ে সময়ে অবনতি দিকে যাচ্ছে। দিনব্যাপী ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকলে গত সব বন্যার রেকর্ড ভেঙে যাবে। উপজেলার গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদানের কোনো সুযোগ নেই যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আগামী ২৬ জুন পর্যন্ত। পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ। বালাগঞ্জের প্রধান সড়কে হাটুর উপরে পানি। বালাগঞ্জের ছয়টি ইউনিয়নের মধ্যে ভালো নেই কেউ। উপজেলা পরিষদ, বালাগঞ্জ থানায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নদীর পানি ডুকে বিপদসীমায় দাঁড়িয়েছে। গ্রামীণ সড়ক উন্নয়ন ও এলজিইডি সড়ক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ আমজুর সংলগ্ন রাস্তাটি ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। চলাচল অনেকাংশেই বন্ধ রয়েছে। বালাগঞ্জ-শেরপুর (কুশিয়ারা ডাইক) করচারপাড়, জালালপুর সহ বেশকটি জায়গায় বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে খামারীরা বিপাকে পড়েছে। গুখাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যায় মৎস্য খামার থেকে মাছ বেড়িয়ে পড়ায় সাধারণ লোকজন উৎসবের আমেজে মাছ ধরছে। এতে বড় ধরনের ক্ষতি হবে মৎস্য খামারীদের। বাড়ি-ঘরে পানি উঠায় দিশেহারা মানুষ ও নিরাশ্রয় গবাদি পশু। অনেক মানুষ আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে।

সরেজমিনে দেখা যায়, বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষ প্লাবিত। হাওরের নিম্নাঞ্চল ও নদীর পাড়ে বসতি হওয়ায় গুরুতর ভাবে বন্যাক্রান্ত হয়েছে বালাগঞ্জ বাজার, হাওরাঞ্চল সহ নদীর পাড়ের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পে কোমর সমান পানি। সদর ইউনিয়ের বন্যাক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছেন ৫ টি আশ্রয় কেন্দ্রে।

বন্যা পরিস্থিতি নিয়ে পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন জানান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন ৯০ শতাংশ এলাকার মানুষ প্লাবিত, বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। হাহাকার আর আর্তনাদে ওই এলাকার মানুৃষ দিবারাত্রি যাপন করছে। পুরো ইউনিয়ন পানিবন্দি, কোথাও কোমর ও বুকসমান পানি। উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ঠাই দেয়া যাচ্ছে।

বোয়ালজুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দন দাম জানান, তার ইউনিয়নের মাকরসী ও মনোহরপুর গ্রাম নিম্নাঞ্চল হওয়ায় ওই এলাকার মানুষ বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা নেই। শতাধিক পরিবার ঘোষিত ও অঘোষিত আশ্রয়নে অবস্থান করছেন। সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।

বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম জানান, আমার ইউনিয়ন প্রায় ৮০ শতাংশ মানুষ পানিবন্দি। বালাগঞ্জে ৫টি আশ্রয়ণ খুলে দেয়া হয়েছে। গতকাল রাত থেকে আমি বিভিন্ন বাজারের ব্যাবসায়ী সহ আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের খুঁজখবর নিচ্ছি এবং ইউএনও'র সাথে যোগাযোগ রেখে আশ্রয়ণ কেন্দ্রে রান্না করা খাবার ও ডিম এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। 

দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম নজম জানান, তার ইউনিয়নে ৬০ শতাংশ মানুষ বন্যাক্রান্ত। এপর্যন্ত ঘোষিত আশ্রয়ণে শতাধিক পরিবার অবস্থান করেছেন।

পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, আমার ইউনিয়ন ৮০ শতাংশ বন্যাক্রান্ত। শুকনা খাবার ও ২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। 

পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখন জানান, তাঁর ইউনিয়ন ৯০ শতাংশ পানিবন্দি। সরকারি বরাদ্দ সামগ্রী আসলে বিতরণ করবেন বলে জানান তিনি। বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। উপজেলার সবগুলো ইউনিয়নের গ্রাম্য রাস্তাঘাটে হাটু ও কোমরসমান পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এতে পরিবার পরিজন ও গবাদি পশুপক্ষী নিয়ে চোখে সর্ষেফুল দেখছেন পানিবন্দি মানুষজন। 

উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন,  বালাগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি সময়ে সময়ে ভয়াবহরুপ ধারণ করছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণও প্লাবিত। গতকাল ৩টি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্টান গুলো খুলে দেয়া হয়েছে আশ্রয়ণের জন্য। এপর্যন্ত ৫৯ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে তন্মধ্যে ২৫ মেট্রিকটন চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানবৃন্দকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়কে আমাদের অবস্থান সময়ে সময়ে অবগত করেছি।

বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া জানান, বালাগঞ্জে বন্যাপরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বালাগঞ্জ উপজেলা ৫০ শতাংশ মানুষ বন্যাক্রান্ত। ইতিমধ্যে কুশিয়ারা ডাইকের জালালপুর ও আমজুর সংলগ্ন সড়ক ভাঙনের ফলে বালাগঞ্জ উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পূর্বপৈলনপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন। সরকারি ত্রাণ তহবিল থেকে এপর্যন্ত ২৫ মেট্রিকটন চাল ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে দেওয়া হয়েছে। এই দুর্যোগ দুঃসময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেছেন।

সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর বলেন, বালাগঞ্জে বন্যাপরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বালাগঞ্জ উপজেলা দুই-তৃতীংশ মানুষ বন্যাক্রান্ত। আমি ডিসি, এডিসি মহোদয়দ্বের সাথে কথা বলেছি বালাগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে। গ্রামীণ উন্নয়ন রাস্তা ও এলজিইডি রাস্তা ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কুৃশিয়ারা ডাইক দুইটি জায়গায় বড় ভাঙ্গন দেখা দিয়েছে (করচারপাড় ও জালালপুর) এবং ডাইক খুবই ঝুঁকিতে রয়েছে। পানিবন্দিদের আশ্রয়নে জন্য ঘোষিত অঘোষিত আশ্রয়ণে নিয়ে যাওয়া হচ্ছে। হাজারের অধিক মানুষ আশ্রয়নে রয়েছেন।

এ সংবাদ লিখা পর্যন্ত বালাগঞ্জে বন্যা পরিস্থিতি নদীতে হ্রাস পাচ্ছে ও হাওরে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সময়ে সময়ে ভয়াবহ রুপ ধারণ করতে পারে।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও