ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আওয়ামী যুবলীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-৭-২০২৪ রাত ১০:১২

নড়াইল : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন নিখিল এমপি বলেছেন, অনুপ্রবেশকারীরা যেন দলের মূল পদ না পায়। শুধু তাই নয়, মাদকাসক্ত কোন ব্যক্তি যুবলীগ না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে পদ্মা সেতুতে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু তাদের কথা কেউ শোনেনি। দেশের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করছে। তিনি বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের নেতাকর্মীদের পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে নিষেধ করেন।

শনিবার (৬ জুলাই) দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ চত্বরে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাড. গাউসুল আজম মাসুম।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুভ্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামিম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য কাজী বশির আহমেদ, সদস্য এ্যাড. তরিকুল ইসলাম, সদস্য মো. সজিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-কৃষি ও সমব্যয় বিষয়ক সম্পাদক মোল্যা রওশন জামির রানা, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে হুইপ মাশরাফি বিন মোত্তর্জা বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। লোহাগড়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, এখানে কোন ভাইদের ঘাঁটি হতে পারে না।

সম্মেলন শেষে কমিটি গঠনের লক্ষ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নড়াইল ও লোহাগড়া উপজেলা নেতৃবৃন্দ কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা