কাপ্তাইয়ের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই সন্তানের জননীকে অপহরণের অভিযোগ
রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জাবেদ হোসেন(২৫) এর বিরুদ্ধে দুই সন্তানের এক জননীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই অপহরিত মহিলার স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় বাদী হয়ে অভিযুক্ত জাবেদ সহ অজ্ঞাত নামা এক দুই জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় গত ৮ জুলাই রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি দায়ের করা হয়। অভিযুক্ত জাবেদ রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা মোঃ সৈয়দ এর ছেলে।
এদিকে থানায় দায়েরকৃত অভিযোগে অপহরিত মহিলার স্বামী মিজানুর রহমান উল্লেখ করেন যে, গত ৩ জুলাই সকালে তার স্ত্রী ব্যাংকে টাকা দেওয়ার উদ্দেশ্যে রাঙ্গুনিয়া মরিয়মনগর এলাকায় একটি প্রাইভেট ব্যাংকে আসার জন্য একা বাসা থেকে বের হন। পরে আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে কাপ্তাই-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে উপর থেকে অভিযুক্ত জাবেদ এবং আরো অজ্ঞাতনামা দুই তিন যুবক একটি প্রাইভেট কারে জোরপূর্বক তার স্ত্রীকে তুলে নিয়ে যায় বলে পথচারীরা দেখেন। পরে স্ত্রী কে খুঁজে না পেয়ে তার শাশুড়ি খবর দিলে ওই অপহরিত মহিলার ভাই সাকিব ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওইসময় স্বামী ঢাকাতে অবস্থান করায় বাড়িতে আসার পর অনেক খোঁজাখুজি করে স্ত্রীর সন্ধান না পেয়ে সর্বশেষ রাঙ্গুনিয়া থানায় গত ৮ জুলাই অপহরণের অভিযোগটি দায়ের করেছেন। যেটি রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় পরিবর্তিত হয়েছে।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এই ঘটনায় প্রথমে একটি সাধারন ডায়রি করেছেন ভিক্টিমের স্বামী, পরে সেটি মামলা হিসেবে ফাইল হয়েছে। আমরা ভিক্টিমকে খুঁজে বের করার চেষ্টা করছি। ঠিক কি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাবেদকে। তবে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন বলেন, আমি বিষয়টি এখনই জানলাম। খোঁজ নিব। যদি এই ঘটনা সত্য হয় অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিব।
অন্যদিকে অভিযোগকারি মিজানুর রহমানের মোবাইল নাম্বারে ফোন করা হলে ভিক্টিম এর ভাই পরিচয় দিয়ে একজন নিজের নাম জানাতে অপারগতা প্রকাশ করে জানান,
মিজানুর রহমান বাইরে আছেন, তিনি এবং তাদের পরিবার এই বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে চান না। তবে তার বোনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা
চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী
Link Copied