ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

স্বজন হারানোর ব্যাথা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ১:৪৭

স্বজন হারানোর ব্যাথা
মোঃ এমদাদুল হক 


ভালোবাসি সোনার বাংলা
ভালোবাসি মাতৃভূমি। 
সোনার বাংলায় শান্তির জন্য চলো 
কাজ করি সবাই, আমি এবং তুমি।

চাই না অশান্তি, চাই না মারামারি,
চাই না কোনভাবেই মৃত্যু।
চলো ঘোষণা দেই, এই পূণ্য ভূমিতে
অন্যায় হতে দিব না এক বিন্দু।

যেই দেশটার জন্ম হলো 
সেই উনিশ শো একাত্তরে।
শুধুই আমাদের জন্য জীবন দিল
লক্ষ তাজা প্রাণ অকাতরে।

কতটা ভাল, কতটা ভাল আছি
আমরা সেই পূণ্য ভূমিতে।
বাবা, তুমি শহীদ হয়েছো সেই কবে
আজও ইচ্ছে করে তোমার গালে চুমিতে।

যাদের জন্য অকাতরে দিয়ে গেলে প্রাণ
তারাও কি আজ বসিছে তোমাদের ভুলিতে?
তুমি তো আমাদের শান্তির জন্য হাসিমুখে 
জীবন দিলে পাক হানাদারের গুলিতে।

কতদিন বলো আর মনে রাখা যায়
তোমাদের সেই উজ্জ্বল অবদানের কথা।
যার যায় শুধু সেই জানে স্বজন 
হারানোর কি মর্মান্তিক ব্যাথা।

এমএসএম / এমএসএম