ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ধোপাজান নদীতে ড্রেজার মেশিনের তাণ্ডব


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ৪:২৬

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ধোপাজান চলতি নদীতে ড্রেজার মেশিন দিয়ে চলছে পাড় কাটার মহোৎসব। রাত হলেই চলে এ তাণ্ডবলীলা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া সবাই বিষয়টি জেনেও না জানার ভান করছেন। এর ভাগ পাচ্ছেন অনেকেই। নিম্নপর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করেই রাতের আঁধারে চালানো হয় পাড় কাটার মহোৎসব। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে রাতের আঁধারে চালানো হয় এসব অবৈধ কর্মকাণ্ড। 

সূত্র জানায়, বিশ্বম্ভরপুর উপজেলাধীন চলতি নদীর আদাং, ডলুরা, রামপুর, জিনারপুর, রতারগাঁও, সদর উপজেলাধীন কাইয়ারগাঁও, ডলুরা, ফেনিবিলসহ কয়েকটি গ্রামে নদীর পাড় কাটা চলে রাতের আঁধারে। তবে এসব বিষয়ে মাঝেমধ্যে দু-একটি বালুভর্তি নৌকা আটক করা হলেও সংশ্লিষ্টদের ম্যানেজ করেই চলে এসব কর্মকাণ্ড। প্রতি রাতে ৫০ থেকে ৮০টি ড্রেজার মেশিন বসানো হয় নদীর দু‍ই তীরে। এসব মেশিনের শব্দে আশপাশের সাধারণ মানুষ রাতে ঘুমাতে পারেন না। সেই সাথে আশপাশের ফসলি জমিও বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দুই কর্মকর্তাকে ম্যানেজ করতে না পারলেও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। এই চক্রটি প্রশাসনসহ কিছু কিছু সাংবাদিকদের নাম ভাঙিয়েও ধ্বংস করছে ধোপাজান নদীকে। 

জিনারপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমাদের করার কিছুই নেই। নদীর পাড় কাটার ফলে আমাদের ফসলি জমি ও বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কথা বললেই আমরা বাড়িতে শান্তিতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমাতে পারব না। পুলিশের অসৎ কর্মকর্তাদের দিয়ে আমাদের নানাভাবে হয়রানি করা হয়ে থাকে। বালিখেকো সিন্ডিকেট চক্রটি স্থানীয় পুলিশ, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও ডিবি পুলিশকে ম্যানেজ করেই চালায় এ তাণ্ডবলীলা।

সূত্র আরো জানায়, প্রশাসনের অসৎ কিছু সদস্য প্রত্যেক নৌকা ও ড্রেজার থেকে প্রতি রাতের জন্য ৫-৭ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন। 

সুনামগঞ্জের টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে শুনেছি। ‍আমরা এসপি মহোদয়কে অবহিত করে অভিযানে যেতে পারি।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ জানান, আমি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে নৌকা আটক করছি কিন্তু রাতে অভিযান পরিচালনা করা খুবই কঠিন। আমাদের নিজেদের সিকিউরিটির ব্যাপারও আছে। বালু সিন্ডিকেট চক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াসমিনের সরকারি মোবাইল নম্বরে রাত সাড়ে ৯টায় বারবার কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম জানান, বালু সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ধোপাজান চলতি নদীতে রাতের আঁধারে ড্রেজার বসানোর খবর আমিও পেয়েছি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেয়া হবে। 

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ধোপাজান চলতি নদীতে রাতের আঁধারে ড্রেজার মেশিন বসানোর খবর পেয়েছি। তবে গভীর রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠাতে তার সিকিউরিটির বিষয়টি মাথায় রাখতে হয়। এই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অভিযান চালানো হবে। এ চক্রটিকে কোনোভাবে থামানো যাচ্ছে না। 

এমএসএম / জামান

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত

দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি

আদমদীঘিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা