ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নারকীয় আগস্টের নেপথ্য নায়কদের জাতির সামনে তুলে ধরার ‍আহ্বান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:১৩

১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের পরিচয় জাতিরর সামনে তুলে ধরা হোক, বাঙালি জাতি ঘৃণা জানাক তাদের। রাজশাহীতে আইনজীবীদের আয়োজনে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টায় রাজশাহী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আয়োজনে রাজশাহী আদালত প্রাঙ্গণের ১নং বার ভবনের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সম্মিলিত আইনজীবী সমিতি রাজশাহীর আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. মো. ইয়াহিয়ার সভাপতিত্বে ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. রাশেদ উন্ নবী আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাড. এএইচএম খায়রুজ্জামান লিটন। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী বারের সাবেক সভাপতি অ্যাড. লোকমান আলী, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইবরাহীম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইকরামুল হক, রাজশাহী সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক আহ্বায়ক অ্যাড. মোজাফ্ফর হোসেন, অ্যাড. সিরাজী শওকত সালেহী এলেন, ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাড. এনতাজুল হক বাবু, অ্যাড. নাসরিন আক্তার মিতা, অ্যাড. নুরুল ইসলাম সরকার আসলাম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মতিউর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান মুগ্ধ আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট হত্যাকাণ্ড একটি পরিবারকে লক্ষ্য করে, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, নেপথ্যে যারা ছিল, ২০০৪ সালেও তারাই বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেছিল, নেপথ্যে ’৭৫-এর নায়কদের বংশধররাই ছিল। বাংলার মাটিতে ১৫ আগস্টের খুনি জিয়ার মরণোত্তর বিচার আর ২১ আগস্টের খুনী তারেক জিয়াসহ তাদের দোসরদের বিচার এবং পরিচয় করিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হোক, বাঙালি জাতি ঘৃণা জানাক তাদের।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান