ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রামগঞ্জ থানা পরিদর্শনে এসপি-ডিসি, উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ বিভিন্ন সারঞ্জাম সেনাবাহিনীর কাছে হস্তান্তর


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৫০

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা থেকে লুণ্ঠন হওয়া হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার হওয়া কিছু অস্ত্র, গুলি ও বিভিন্ন সারঞ্জাম সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (১০ আগস্ট) দুপুর ০২ টার সময় ১৮ আনসার ব্যাটেলিয়ান সদর দপ্তর রামগঞ্জে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নিকট উদ্ধার হওয়া অস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করেন ১৮ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক রোকসানা বেগম (বিভিএমএস)।
এসময় আনসার ভিডিপির লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অস্ত্র, গুলি ও সারঞ্জামের মধ্যে রয়েছে একটি ৭.৬২ মি. মি. রাইফেল, দুটি পিস্তল, একটি ডামি পিস্তল, তিনটি শর্টগান, দুটি হাতকড়া, ৫৬ রাউন্ড পিস্তলের গুলি, ৪৫ রাউন্ড রাবার কার্তুজ, ৩৯ রাউন্ড সিসা কার্তুজ, দুটি ওয়ারলেস, 
চারটি ল্যাপটপ, বন্দুকের মাথা দুটি, মোবাইল ফোনসেট ৪টি ও ইউপিএস একটি। 

প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান জানান, লুণ্ঠিত অস্ত্র ফেরত দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়৷ এরপর কিছু কিছু অস্ত্র ফেরত আসতে শুরু করে। থানার পুকুরেও অস্ত্র পাওয়া যায়।  এছাড়াও ভিডিপি সদস্যদের তথ্যের ভিত্তিতে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে শনিবার দুপুরে পুড়ে যাওয়া থানা পরিদর্শন করেন, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আরেফিন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন,
১৮ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক রোকসানা বেগম (বিভিএমএস), রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমানসহ ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ
পুলিশ,সেনা ও আনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকতারা।
তাদের সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কি, হারুন ও এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। 

এ সময় পুলিশ সুপার তারেক বিন রশিদ সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে সময় আমাদের কিছু অস্ত্র হারানো গেছে। আমি সাবইকে অনুরোধ করবো সে অস্ত্রগুলো দ্রুত থানায় জমা দিতে। আনসার ও সেনাবাহিনী অস্ত্রগুলো সংগ্রহ করছে। 

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, রামগঞ্জ থানা এলাকার বাসিন্দারা ভাল থাকুক। সে জন্য আজকে থেকেই আমরা থানার কার্যক্রম শুরু করে দিলাম। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগীতা কামনা করছি। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা রামগঞ্জ থানায় অগ্নিসংযোগ করে এবং অস্ত্র-গুলি লুট করে। থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যায়৷

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত