ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে ডন লাইট ফাউন্ডেশন
ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে বেসরকারী উন্নয়নমুলক সংস্থা ডন লাইট ফাউন্ডেশন (ভোরের আলো ফাউন্ডেশন) এর উদ্যোগে মধুপুর ও ঘাটাইল উপজেলার ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী উদ্যোমী শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
সারাদেশে সড়কে শৃঙ্খলার দায়িত্বে এখন শিক্ষার্থীরা। নৈপুণ্য দেখিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। রাস্তায় দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীর খাবার ও পানিসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকছে বিভিন্ন শ্রেণির মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান।
সোমবার (১২ আগস্ট) বেসরকারী উন্নয়নমুলক সংস্থা ডন লাইট ফাউন্ডেশন (ভোরের আলো ফাউন্ডেশন)- এর উদ্যোগে মধুপুর ও ঘাটাইল উপজেলার ১৫০ জন ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী উদ্যোমী শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী টি সার্ট, মাথার ক্যাপ, মাষ্ক ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
বিতরণের সময় সংস্থার চিফ এ্যাডভাইজার কায়ছার আহাম্মেদ জানান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পূর্ব থেকেই শিক্ষার্থীরা পথ-পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করেন তাই ট্রাফিক বিভাগকে দুর্নীতি মুক্তকরনে উন্নত দেশের অনুকরণে শিক্ষার্থীদের এই সেক্টরে পার্ট-টাইম জব -এর সুযোগ সৃষ্টি করা যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মুসাউর রহমানের সহধর্মিনী মাছুমা আক্তার, ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, অগ্রনী ব্যাংক পিএলসি মধুপুর শাখার সিনিয়র অফিসার সন্তোষ কুমার ঘোষ, ও সদস্য আতিকুল ইসলাম, নাছরিন আক্তার মেরী, ঝিনুক, নাঈম, রেজাউল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম