মধুপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে সনাকের আলোচনা সভা
টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের লক্ষে আলোচনা সভার আয়োজন করে।তরুণদের আশা-আকাক্সক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণই হোক এ বছর ‘‘আন্তর্জাতিক যুব দিবস-২০২৪’’ পালনের মূলমন্ত্র।
আলোচনা সভায় সনাক মধুপুরের সভাপতি আব্দুল মালেক'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ৩৭ জন সনাক সদস্য, ছাত্র-ছাত্রী, ইয়েস সদস্য, এসিজি, সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন বজলুর রশিদ খান। যুব দিবসের ধারনা পত্র পাঠ করেন ইয়েস দলনেতা মোঃ মাজহারুল ইসলাম, পরিচালনা করেন সনাক মধুপুর টিআইবি'র এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।
মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ ইসমাইল হোসেন বলেন, সরকারের সকল সুবিধাগুলো যুব সমাজের যোগ্য ব্যক্তিরাই যেন পায়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সেইজন্য ইয়েস দলের সদস্যদের সহযোগিতা কামনা করেন। ইয়েস সদস্য সুমি খাতুন বলেন আমরা যুবক যুবতীর কেউ চাকুরীর পিছনে ছুটব না, চেষ্টা করব অন্যদের চাকুরির ব্যবস্থা করে দেওয়ার। দলনেতা মাজহারুল ইসলাম যুব উন্নয়ন অফিসার বরাবর ১১ টি তারুন্যের দাবি তুলে ধরেন এবং আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদের গড়ায় তাদের প্রত্যাশা তুলে ধরেন।
সনাক মধুপুর বিশ্বাস করে যে, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন আরো জোরদার হবে এবং যে উদ্দেশ্য নিয়ে মধুপুরে সনাক স্থাপন করা হয়েছে দূর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার হবে বলে মত প্রকাশ করেন ।
এমএসএম / এমএসএম