পাবিপ্রবির হল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতা কর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছেন হল প্রশাসন ও শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হলের সহকারী প্রভোস্টদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থী ও আনসার বাহিনীর সদস্যরা এই তল্লাশি চালান। এ সময় ছাত্রলীগ নেতা মাসুদ রানা সরকার (গনিত-৮ম ব্যাচ), মিনহাজুল ইসলাম প্রান্ত (সমাজকর্ম-৮ম ব্যাচ), ইকরামুল ইসলাম সাগর ( বাংলা-৮ম ব্যাচ), ছাব্বির হোসেন( ইইসিই-৯ম ব্যাচ), সোহানুর রহমান সোহান (ইংরেজি-৯ম ব্যাচ), সুরুজ মিয়া আপেল (গনিত-১০ম ব্যাচ), তৌফিক আহম্মেদ হৃদয় (বিবিএ ১০ম ব্যাচ), জহুরুল ইসলাম পিয়াস (অর্থনীতি-১০ম ব্যাচ), শাহরিয়ার বিশ্বাস প্রান্ত (ইতিহাস - ১০ম ব্যাচ, আয়ন আলমাস (বাংলা-১১তম ব্যাচ), শিবু দাস (লোক প্রশাসন-১১তম ব্যাচ), আবুল বাশার ( লোক প্রশাসন-১১তম ব্যাচ), জহির রায়হান (বাংলা-১১তম ব্যাচ), আব্দুল বাছেদ শয়ন (বাংলা-১১তম ব্যাচ), আলফাত হোসেন( বাংলা-১১ তম ব্যাচ), অনিক পোদ্দার (ইতিহাস-১১তম ব্যাচ), আশরাফুল ইসলাম (গনিত-১২তম ব্যাচ), সিয়াম( গনিত-১২তম ব্যাচ), মো: ইশান খান(পদার্থ -১২তম ব্যাচ),নাঈম জিসান (ইতিহাস-১২তম ব্যাচ), শামিমুজ্জামাম (লোক প্রশাসন-১২তম ব্যাচ) সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, লোহার হাতুড়ি, বিদেশি মদের বোতল, ফেনসিডিলের বোতল, গাঁজা খাওয়ায় সরঞ্জাম, কনডম, বাঁশের লাঠি, কাঠের লাঠি ও বেতের লাঠি উদ্ধার করা হয়।
সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতিপূর্বে আমরা জেনেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতেন, অত্যাচার করতেন।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, হল প্রশাসনের থেকে অবৈধভাবে আবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য ৩ বার নোটিশ দেওয়া হয়েছে। আজ আমাদের হল প্রশাসন, আনসার বাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে সন্দেহজনক ছাত্রলীগ নেতা-কর্মীদের রুমে অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করেছি। এগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে জমা দিবো।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে আওয়ামীলীগ জোট সরকারের পতনের পর পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ কে ক্যাম্পাসে দেখা যায়নি।
এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
