মধুপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম থেকে শহর টহল দিচ্ছে শিক্ষার্থীরা
দেশের বর্তমান অরাজকতা এবং লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহর থেকে গ্রামের রাস্তায় নেমেছে।
বুধবার(১৪ আগস্ট) সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল যোগে মধুপুর পৌর শহরসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন ও এলাকায় টহল দিয়ে সকল ধর্মীয় স্থান এবং মালামাল রক্ষার্থে সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মধুপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার নয়াপাড়া, আংগিনা, চাড়ালজানী, অরনখোলা ইউনিয়নে কাকরাইদ, জলছত্র, বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর, আউশনাড়া, মোটেরবাজার, মহিষমারা, আশ্রা হয়ে আবার পৌর শহরের পুন্ডুরা দামপাড়া বোয়ালী দিয়ে বাসস্ট্যান্ডে আনারস চত্বরে এসে টহলের কার্যক্রম শেষ করেন তারা।
টহল কার্যক্রমে শিক্ষার্থীরা মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে উপস্থিত থেকে সাধারণ মানুষদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান করেছে। এই টহল কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সকল ধর্মীয় স্থান এবং সম্পত্তির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এমএসএম / এমএসএম