ডেমরায় পুলিশের এডিসির বাড়ি দখল
আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সুবিধাবাদী দখলবাজ অসাধুচক্র জেগে ওঠে, এরা সকল সরকারের আমলে সুবিধা নিয়ে চলে। তেমনি এক দখলবাজ মিজানুর রহমান তোতা, পুলিশের উপরে আক্রশের কারণে তিনি দখল করে নিয়েছেন এডিসি দিদারুল আলমের ডেমরার বাড়ি। শেখ হাসিনার পতত্যাগের পর একটি অসাধু চক্র লুটপাট ভাঙচুর জায়গা দখলে মশগুল হয়ে পড়েন। তারা আসলেই কোন দলের নয় যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলেরই কাজ করে রাতারাতি হয়ে যা বাড়ি গাড়ির মালিক বনে যান।
দৈনিক সকালের সময় অনুসন্ধানে ওঠে এসেছে ঢাকা ডেমরায় ডগায় পশ্চিমপাড়া ইসলামবাগ দিদারুল আলম নামে এক পুলিশ কর্মকর্তার বাড়ি দখল করে নিয়েছেন দখলবাজ মিজানুর রহমান তোতা নামে এক ব্যক্তি। এই পুলিশ অফিসার নিজে থাকার জন্য দীর্ঘদিন যাবত এই বাড়িটির নির্মাণ করেন, চার দিকে ওয়াল উপরে টিন সেট দিয়ে নির্মিত এই বাড়িটি দখলবাজ মিজানুর রহমান তোতা, সালাম, জুয়েলসহ ৫০ ৬০ জন লোক নিয়ে এডিসি দিদারুল আলমের এই বাড়িতে দখল করে নিয়েছে।
ইসলামবাগ ৬৬ নাম্বার জন প্রতিনিধি জানান এই বাড়িটির মূল মালিক পুলিশ কর্মকর্তা দিদারুল আলম উনি দীর্ঘদিন যাবত এখানে বাড়ি বসবাস করে আসছিলেন হঠাৎ করে ৮ আগস্ট মিজানুর রহমান তোতা ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই পুলিশ কর্মকর্তার বাড়িটি দখল করে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা দিদারুল আলম ডেমরা থানায় পুলিশ না থাকায় তিনি কোর্টে একটি মামলা দায়ের করেন।
ইসলামবাগ সাধারণ জনগণের কাছ থেকে জানা গেছে এই দিদারুল আলম একজন সৎ পুলিশ অফিসার তার বিরুদ্ধে মিজানুর রহমান তোতা ও তার অনুসারীরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন দখল করার চেষ্টা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বাড়িতে দখল করতে না পারায় ৫ই আগস্ট সরকার পতনের পরেই ৮ আগস্ট এই পুলিশ অফিসারের বাড়িতে দখল করে নিয়ে যান।
জানা গেছে এই পুলিশ কর্মকর্তা দিদারুল আলম মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরের এডিসি হিসাবে কর্মরত আছেন। আওয়ামী লীগ সরকার আমলে অনেক পুলিশ কর্মকর্তা বিভিন্ন সম্পত্তির মালিক হয়েছেন করেছেন ডুপ্লেক্স বাড়ি, সেই হিসেবে এই দিদারুল আলম একজন এসপির দায়িত্ব পালন করেও তার কোন সম্পত্তি নেই। তাই সে নিজের ফ্যামিলি নিয়ে ঢাকায় এসে থাকার জন্য এই ডেমরা নিচু এলাকায় খুব অল্প দামে টিন সেট একটি সাধারণ বাড়ি করেন।
জামিল আহমেদ / জামিল আহমেদ