ডেমরায় পুলিশের এডিসির বাড়ি দখল

আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সুবিধাবাদী দখলবাজ অসাধুচক্র জেগে ওঠে, এরা সকল সরকারের আমলে সুবিধা নিয়ে চলে। তেমনি এক দখলবাজ মিজানুর রহমান তোতা, পুলিশের উপরে আক্রশের কারণে তিনি দখল করে নিয়েছেন এডিসি দিদারুল আলমের ডেমরার বাড়ি। শেখ হাসিনার পতত্যাগের পর একটি অসাধু চক্র লুটপাট ভাঙচুর জায়গা দখলে মশগুল হয়ে পড়েন। তারা আসলেই কোন দলের নয় যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলেরই কাজ করে রাতারাতি হয়ে যা বাড়ি গাড়ির মালিক বনে যান।
দৈনিক সকালের সময় অনুসন্ধানে ওঠে এসেছে ঢাকা ডেমরায় ডগায় পশ্চিমপাড়া ইসলামবাগ দিদারুল আলম নামে এক পুলিশ কর্মকর্তার বাড়ি দখল করে নিয়েছেন দখলবাজ মিজানুর রহমান তোতা নামে এক ব্যক্তি। এই পুলিশ অফিসার নিজে থাকার জন্য দীর্ঘদিন যাবত এই বাড়িটির নির্মাণ করেন, চার দিকে ওয়াল উপরে টিন সেট দিয়ে নির্মিত এই বাড়িটি দখলবাজ মিজানুর রহমান তোতা, সালাম, জুয়েলসহ ৫০ ৬০ জন লোক নিয়ে এডিসি দিদারুল আলমের এই বাড়িতে দখল করে নিয়েছে।
ইসলামবাগ ৬৬ নাম্বার জন প্রতিনিধি জানান এই বাড়িটির মূল মালিক পুলিশ কর্মকর্তা দিদারুল আলম উনি দীর্ঘদিন যাবত এখানে বাড়ি বসবাস করে আসছিলেন হঠাৎ করে ৮ আগস্ট মিজানুর রহমান তোতা ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই পুলিশ কর্মকর্তার বাড়িটি দখল করে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা দিদারুল আলম ডেমরা থানায় পুলিশ না থাকায় তিনি কোর্টে একটি মামলা দায়ের করেন।
ইসলামবাগ সাধারণ জনগণের কাছ থেকে জানা গেছে এই দিদারুল আলম একজন সৎ পুলিশ অফিসার তার বিরুদ্ধে মিজানুর রহমান তোতা ও তার অনুসারীরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন দখল করার চেষ্টা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বাড়িতে দখল করতে না পারায় ৫ই আগস্ট সরকার পতনের পরেই ৮ আগস্ট এই পুলিশ অফিসারের বাড়িতে দখল করে নিয়ে যান।
জানা গেছে এই পুলিশ কর্মকর্তা দিদারুল আলম মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরের এডিসি হিসাবে কর্মরত আছেন। আওয়ামী লীগ সরকার আমলে অনেক পুলিশ কর্মকর্তা বিভিন্ন সম্পত্তির মালিক হয়েছেন করেছেন ডুপ্লেক্স বাড়ি, সেই হিসেবে এই দিদারুল আলম একজন এসপির দায়িত্ব পালন করেও তার কোন সম্পত্তি নেই। তাই সে নিজের ফ্যামিলি নিয়ে ঢাকায় এসে থাকার জন্য এই ডেমরা নিচু এলাকায় খুব অল্প দামে টিন সেট একটি সাধারণ বাড়ি করেন।
জামিল আহমেদ / জামিল আহমেদ

৪ ঘণ্টা পর সড়ক থেকে সরলো গার্মেন্টস শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে ‘চিন্তাঙ্গন’-এর আলোচনা সভা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে সি ইউ এলামনাই সোসাইটি উত্তরার মানববন্ধন

উত্তরায় ফুটপাত দখল করে চলছে জমজমাট ব্যবসা, সড়ক যেন বাজারে পরিনত

সেবা না দিয়ে হোল্ডিং কর, ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধান প্রকৌশলী ( এলজিইডি)'র দায়িত্ব পেলেন- আনোয়ার হোসেন

বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মশক নিধন কর্মসূচি পালিত

দেশের বর্তমান স্বাস্থ্যখাত মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছেঃ আফাজ উদ্দিন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিতর্কিতদের নিয়ে ডিইএব'র নতুন কমিটি, রাখা হয়নি বঞ্চিতদের
