গ্রাফিতি-দেয়াল লিখনে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রং-তুলির আঁচড় পড়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শহরের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে আঁকা হচ্ছে এসব গ্রাফিতি।
বৃহস্পতিবার (১৫আগস্ট) দুপুরে উপজেলার জালালিয়া রোড সড়কে গিয়ে দেখা যায় দেয়ালে গ্রাফিতি আঁকা হচ্ছে তাছড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেমন শ্রীমঙ্গল থানার দেয়াল,রেলওয়ে স্টেশনের দেয়াল,ভূমি অফিসের দেয়াল,শ্রীমঙ্গল সরকারি কলেজ দেয়াল,কলেজ রোড কবরস্থানের দেয়াল,উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল,গুহরোড পয়েন্ট পৌর মার্কেল এর দেয়াল, শহরের গুরত্বপূর্ণ পয়েন্টের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছ।দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেছেন শিক্ষার্থীরা।চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হয়ে এসব গ্রাফিতি আঁকা হয় বুধবার (১৫ আগস্ট) পর্যন্ত চলমান আছে। আরও চলমান এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
গ্রাফিতির স্লোগানগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো, পানি লাগবে পানি, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণপ্রকৃতি, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা।গত কয়েক দিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান সবাই। তাই অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রাফিতি শিল্পী সৈকত দাশ অনিক জানায়, দেয়াল রাঙানোর জন্য আমাদের শিক্ষার্থীরা নিজেরা রং তুলি নিয়ে কাজ করছেন। গ্রাফিটির মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের পটভূমি তুলে ধরছেন শিক্ষার্থীরা।
নাগরিক উদ্যোগ শ্রীমঙ্গল এর আহ্বায়ক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন,শহরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে এই গ্রাফিতি কার্যক্রম। এলাকার যুব সমাজের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় আমরা আমাদের এলাকার উন্নয়নে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। এতে করে সকলেই এরূপ ভালো কাজে উৎসাহ পাবে। সকলেই যদি এভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসে তাহলেই আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে।
তাছাড়াও পূর্ব বিরাহিমপুর এলাকাবাসীর উদ্যোগে এলাকার উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষে রুখে দিতে হবে এখুনি, ব্রীজে পার্কিং নিষেধ, এসব গ্রাফিতি লিখেছেন।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান
হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব
টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা