আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দুমকীর চার ইউনিয়নের নৌকার চেয়ারম্যানগন আত্মগোপনে রয়েছেন

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দুমকীর চার ইউনিয়নের নৌকার চেয়ারম্যানগন আত্মগোপনে রয়েছেন। এরা হলেন মুরাদিয়ার চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর, লেবুখালী ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম তুহিন ও পাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। এর পরই সরকার দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় দুমকীতেও এর ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে দুমকীর পাঁচটি ইউনিয়নের মধ্যে শ্রীরামপুর ইউনিয়ন ছাড়া চারটি ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যানবৃন্দ আত্মগোপনে চলে গেছেন। কাউকেই কার্যালয়ে পাওয়া যায়নি। বেলা সাড়ে দশটার দিকে মুরাদিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সচিব আবুল হোসেনকে ফোন করলে জানান একটু পরেই আসবেন।সাড়ে এগারোটার দিকে আঙ্গারিয়া ইউনিয়নের সচিবকে পাওয়া গেলেও চেয়ারম্যান ছিলেননা।বারটার দিকে লেবুখালী ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ও সচিব কাউকেই পাওয়া যায়নি। তবে উদ্যোক্তাকে পাওয়া গিয়েছে। পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থায়ী কোন কার্যালয় না থাকায় সুুবিধাজনক স্থানে কার্যক্রম চালুর কথা জানান চেয়ারম্যান। একমাত্র শ্রীরামপুর ইউনিয়নের কার্যক্রম চলমান দেখা গেছে। চার ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে কথা হয় এই প্রতিবেদকের। কেউ কেউ নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। দু' একজন নিরপত্তাহীনতার কথা না বললেও নিজ কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন ৫ আগস্ট বা তাঁর আগে থেকেই। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর কোন চেয়ারম্যানকে কার্যালয়ে দেখা যায়নি। কোন কোন চেয়ারম্যান অচিরেই কর্মস্থলে ফিরবেন বলে জানিয়েছেন। মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা বীরেন রক্ষিত ও মনিরুজ্জামান বাবু মুন্সি বলেন, হাসিনা সরকার পদত্যাগের পর চেয়ারম্যান পরিষদে আসেননি। চেয়ারম্যান অনুপস্থিত থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তাঁরা।
আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দা দোকানী সৈয়দ মনসুর আলম বলেন, ৫ আগস্টের দু' একদিন আগে থেকেই চেয়ারম্যানের দেখা মেলেনি। সেবা বঞ্চিত হয়েছেন অনেকেই।
লেবুখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল বলেন, পাঁচ আগস্টের পর চেয়ারম্যান কার্যালয়ে আসেননি। চেয়ারম্যানের কাজ মেম্বর দিয়ে হয়না বলে জানান ওই ইউপি সদস্য।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান শিকদার বলেন, শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন। কিছুদিনের মধ্যেই তিনি কার্যালয়ে ফিরবেন। তবে সরকার পদত্যাগের পরপরই তাঁর বসতবাড়িতে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।
আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা শুকুর নিরাপত্তাহীনতার বিষয়ে বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেননা। তবে আগামী কর্মদিবসে কার্যালয়ে আসবেন।
পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী নজরুল ইসলাম বলেন, তিনি এলাকায় আছেন, কিছু দিন তিনি বিভিন্ন এলাকায় ছিলেন। নিজস্ব কার্যালয় না থাকায় তিনি সুবিধা জনক স্থানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি এলাকার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে চলছেন।
লেবুখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন বলেন, সরকার পতনের পর তাঁর কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে এমনকি তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। নিজ সহোদরকে গুরতর জখম করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে কার্যালয়ে যাচ্ছেন না। নিরাপত্তাহীনতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানিয়েছেন বলে জানান ওই চেয়ারম্যান।
দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমরাতো চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে পারবোনা, নিরাপত্তা দিবেন প্রশাসন। তবে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহীন মাহমুদ জানান, তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন। অনলাইন কার্যক্রম চালু রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা পরিষদের কার্যক্রমের বিষয়ে নির্দেশনা থাকলেও ইউনিয়ন পরিষদের বিষয়ে কোন নির্দেশনা পাওয়া যায়নি। কোন কোন চেয়ারম্যানের নিরাপত্তাহীনতার বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন তিনি।
T.A.S / T.A.S

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
