খানসামায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন -বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের খাসপাড়া সংলগ্ন বালু ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ডাম্প ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৬ আগস্ট ) সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে বালু ঘাটের সামনে খানসামা-জয়গঞ্জ পাকা রাস্তা বন্ধ করে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদের কথা শোনেন।
এ সময় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল আত্রাই নদীর এলাকাসহ এর আশপাশে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে নদীর পার্শ্বে সরকারি জমিতে খাসপাড়া নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাম্প ট্রাক দিয়ে বালু পরিবহন করায় এলাকার ছোট বড় রাস্তা ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে সেই সাথে রাস্তায় এলোমেলোভাবে ডাম্প ট্রাক থাকায় জনসাধারণের চলাচলে ভীষণ অসুবিধাসহ যে কোন মুহূতে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আমরা অত্র এলাকার জনসাধারণ বালুর ঘাটে গিয়ে বালু উঠাইতে বাধা নিষেধ করিলে তাহারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। অবিলম্বে ৪৮ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষকে বালু উত্তোলন ও ডাম্প ট্রাক বন্ধের দাবী জানানবক্তারা। আর যদি কর্তৃপক্ষ বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
পরে তারা বালুঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলে স্লোগান দেন, বালুঘাট বন্ধ কর, বন্ধ কর। ডাম্প ট্রাক চলবে না, চলবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, এলাকার মানুষ যেটা চাচ্ছে না সেটা বন্ধ হবে। এলাকার মানুষের সমস্যা হয় এমন কোন কাজ চলতে দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ের দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
রায়গঞ্জে বিআরডিবির বার্ষিক সভা ও গণভোট প্রচারণা সভা
গোপালগঞ্জের তিন আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিলেন রিটার্নিং কর্মকর্তা
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, আজমেরী বাসের দুই চালকসহ আটক-৩
কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ
শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা
বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি