হাটহাজারীতে উদ্ধারকৃত মেছোবাঘের মৃত্যু
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌর সদরের ৭নং ওয়ার্ডের মুন্সীর মসজিদের আনিস বাঁধ এলাকায় গাড়ির ধাক্কায় একটি মেছোবাঘ দুর্ঘটনায় পতিত হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় বন বিভাগ উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে আহত অবস্থায় মেছোবাঘটিকে নিয়ে এলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মেছোবাঘটি রাতের অন্ধকারে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মন্সীর মসজিদ আনিসের বাঁধ এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে খালে পাশে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পৌর কর্তৃপক্ষকে জানালে পৌর কতৃপক্ষ বন বিভাগকে অবহিত করলে আহত মেছোবাঘটিকে উদ্ধার করে মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ে আসার পর কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেস। পরে ময়নাতদন্ত শেষে মেছোবাঘটি মাটিচাপা দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. রাজিব ফারাবী জানান, আহত মেছোবাঘটি মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বন বিভাগ। পরে পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করি। শরীরে আঘাত লাগার কারণে রক্তক্ষরণ হওয়ায় মেছোবাঘটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে হাটহাজারী সহ-বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন জানান, সোমবার রাত ২টার দিকে খবর পেয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মেছোবাঘটিকে মাটিচাপা দেয়া হয়।
জামান / জামান