ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ১:৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগান্তকারী পদক্ষেপে সৃষ্ট একটি ‘অন্তবর্তীকালীন গণতান্ত্রিক সরকার’ গঠন হয়েছে। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূস। একই সাথে সরকারের উপদেষ্টা হিসেবে আরও ২১ জন শপথ নিয়েছেন। এই ‘অন্তবর্তীকালীন গণতান্ত্রিক সরকার’ আগামীতে এমন একটি গঠনতান্ত্রিক দেশ উপহার দিবেন যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে উন্নত ও সমৃদ্ধ দেশ রূপান্তরে দেশের প্রতিটা সেক্টর থেকে অনিয়ম, দুর্নীতিকে প্রতিহত করতে হবে। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি রন্ধে রন্ধে এমন ভাবে পোক্ত আসন গেড়েছে যে একে চুরমার করে রাতারাতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানিয়ে ফেলার কাজটি একেবারে সহজ না হলেও অসম্ভব নয়। দুর্নীতি নামক সমাজের সর্বগ্রাসী এই কালোব্যাধিটি যে তার কালো থাবা বিস্তার করে সমাজকে দিনে দিনে রাঘববোয়ালের মতো গ্রাস করেছে তা আমাদের সবার জানা। দুর্নীতি রোধের ক্ষেত্রে প্রশাসনিক সংস্কার সুশীল সমাজ গঠন সহ গবেষণার মাধ্যমে দুর্নীতির প্রকৃত কারণ উদ্ঘাটন ও দূরীকরণ করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া গণমাধ্যমকে প্রকৃত অর্থেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে সঠিক পদক্ষেপ গ্রহন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় সম্পৃক্ততা বিচ্ছিন্ন করা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও দলীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো জরুরি। পাশাপাশি দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সহ তাদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে। স্বাধীন ও সার্বভৌম দেশ গঠনে যোগ্য বাক্তিদের দিয়ে সরকার গঠন করে দেশের ইতিহাসে নতুন এক অধ্যায় সূচনা করার দাবি জানাচ্ছি। আমার দাবি গুলো: (১) গণমাধ্যম কর্মীদের সংবাদ পরিবেশনে অবাধ স্বাধীনতা সহ সাংবাদিক নিরাপত্তা আইন পাশ করতে হবে। (২) দুর্নীতি প্রতিরোধে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক আয় ব্যায়ের হিসাব নিতে হবে। (৩) সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি প্রমান পেলে চাকরিচ্যুত সহ কারাদন্ড দিতে হবে এবং সরকারি প্রতিষ্টান কাস্টমস,বন্দর,আয়কর বিভাগ দুর্নীতি ও ঘুষ মুক্ত করতে হবে। (৪)রাজনৈতিক দলের একজন ব্যাক্তি সর্বোচ্চ দুই বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন।(৫)স্থানীয় মেম্বার,চেয়ারম্যান,মেয়র,উপজেলা ও জেলার নির্বাচনে একজন ব্যাক্তি সর্বোচ্চ দুই বার দায়িত্ব পালন করতে পারবে এছাড়াও জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা মেম্বার-এস,এস,সি ও চেয়ারম্যান-এইস,এস,সি,মেয়র,কাউন্সিলর-ডিগ্রী পাশ,উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-ডিগ্রী পাশ সহ সংসদ সদস্যদের মাস্টার্স পাশ বাধ্যতামূলক করতে হবে। (৬)দেশের কল্যানে দুর্নীতিগ্রস্থ ব্যাক্তিদের হাজার হাজার কোটি টাকা জব্দ করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। (৭) সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীদের আইনের সঠিক প্রয়োগের স্বাধীনতা প্রদান করতে হবে।(৮)অনুপার্জিত আয়,ঘুষ,কালো টাকা,চাঁদাবাজি,ঋণখেলাপি,টেন্ডারবাজি ও পেশিশক্তি প্রতিরোধ এবং দুর্নীতি-দুর্বৃত্তায়ন নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৯)জনগণের সেবা নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠা সহ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্টা করতে হবে প্রয়োজনে সরকারের সহযোগী হিসাবে প্রতিটি উপজেলায় একটি করে সচেতন নাগরিক কমিটি দিতে হবে। (১০)দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি যাতে আর পূনরাবৃত্তি না ঘটে সেজন্য পরিচালিত রাজনৈতিক ধারা ও প্রতিশোধ মূলক রাজনৈতিক দলের নেতৃত্ব বাতিল করতে হবে।(১১) সর্বোপরি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি সুষ্ট দেশ পরিচালনা পরিষদ উপহার দিতে হবে।

এমএসএম / এমএসএম

অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

নিরাপত্তার স্বার্থেই ভারতকে উগ্রতা পরিহার করতে হবে

মানব উন্নয়ন শুধু মানুষের বস্তুগত কুশলের ওপরে নির্ভর করে না

প্রেসিডেন্ট আসাদের পতন ও সিরিয়ার ভবিষ্যৎ

পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে হবে

খেলাপি ঋণ কঠোর করার সময় এখন নয়

দলীয় রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে আসুক

হুমকির মুখে বিশ্বশান্তি, নিরাপত্তা ও অর্থনীতি

অন্তর্র্বতীকালীন সরকারের সফলতার ৪ মাস

প্রত্যাশিত গণতন্ত্র যেন পথ না হারায়

শহীদ ডা. মিলনঃ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নচারী

গণঅভ্যুত্থানের পর সংবিধান সংশোধন কেন প্রয়োজন

বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে শহীদ জিয়াউর রহমান