ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পাটের দাম নিয়ে খুশি নয় চাষিরা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ২:৫২

কখনো রোদ, কখনো বৃষ্টি আবার কখনো টানা খরতাপ-এসব বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জমি থেকে পাট কেটে সোনালী আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার শ্রীপুর উপজেলার চাষিরা। এ বছর পাটের ফলন ভালো হলেও সন্তোষজনক দাম পাচ্ছেন না তারা।

কৃষকরা বলছেন, চলতি মৌসুমের শুরুতে প্রতি মণ পাটের দাম ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা কেনাবেচা হলেও এখন আর সেই দাম নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশের অস্বাভাবিক পরিস্থিতি ও সরকার পরিবর্তনের প্রভাবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি মণে দাম কমেছে ৮০০ থেকে ১০০০ টাকা। তবে দেশ স্বাভাবিক হলে পাটের দাম বাড়বে বলে আশা করছেন কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় রবি পাট-১ ও অন্যান্য দেশি জাতের মোট ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।

উপজেলার গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খালে দেখা যায়, পাট চাষিরা পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এ খালের কোমর পানিতে কাজ করছেন ১০ থেকে ১৫ জন শ্রমিক। এদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। নারী শ্রমিকরা জানায়, আঁশ ছড়ানো পাট খড়ি নেওয়ার শর্তে তারা এসব কাজ করছেন।

আমলসার ইউনিয়ন একজন কৃষক আকবর আলী জানান, আমার নিজের ৩ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম। ৪ দিন আগে কেটে ঘরে তুলেছি। হাল চাষ, পানি সেচ, সার, বীজ ও শ্রমিক খরচসহ জমি থেকে পাট কেটে ঘরে তোলা পর্যন্ত আমার প্রতি বিঘা খরচ হয়েছে ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। প্রতি বিঘায় আমি ফলন পেয়েছি ৭ থেকে ৯ মণ। বর্তমান বাজার ২২০০ টাকা থেকে ২৫০০ টাকা প্রতি মণ। সেই হিসাবে আমার তেমন লাভ হবে না। পাটের দাম প্রতি মণ ৪ হাজার টাকা করার দাবি করেন তিনি।
সব্দালপুর গ্রামের ফরিদ শেখ বলেন, আমি ৯০ শতাংশ জমিতে পাট চাষ করেছিলাম।এবার তীব্র খরার পাটের ভালো ফলন হয়নি।বাজারে পাটের দামও ভালো না।সবমিলিয়ে আমার ১৮-২০ মণ পাট উহবে যার বাজারমূল্য আনুমানিক ৪৫-৫০ হাজার টাকা।যার খরচ আরো বেশি। আমি চাই পাটের দাম বৃদ্ধি করা হোক।
পাট বিক্রেতা  উওম বিশ্বাস জানান,আজকে পাটের বাজার ২২০০-২৫০০ টাকা।প্রতিমণ পাট উৎপাদন করতে খরচ হয়েছে ৩০০০-৩২০০ টাকা। আমি ২৩০০ টাকা করে পাট বিক্রি করছি। এতে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাই পাটের দাম বৃদ্ধি করা হোক।যদি পাটের দাম এরকম থাকে তা হলে পাট চাষে আগ্রহ কমে যাবে চাষিদের। 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনায়  ৬' হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে রবি পাট-১ জাতের পাটবীজ দেওয়া হয়েছিল। এবছর পাটের ফলন ভালো হয়েছে। দাম ভালো পাচ্ছেন না কৃষক। তবে দেশ স্বাভাবিক হলে পাটের দাম আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু