ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

স্বপ্ন পূরণের হাতিয়ার 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১২:৩৪

মানুষের জীবনটা অনেকখানি পাল তোলা নৌকার মতো।আঁকাবাঁকা নদীর গতিপথ দিয়ে ছুটে চলেছে অবিরত, কখনো স্রোতের অনুকূলে আবার কখনো স্রোতের প্রতিকূলে।কখনো আবার নদীপথের সীমানা পাড়ি দিয়ে নৌকা চলে যায় সাগর থেকে মহাসাগরে।সেই সাগর মহাসাগরে কখনো কখনো আসে বড় বড় ঝড়।কিন্তু সে পাল তোলা মাঝি তার আত্মবিশ্বাস এবং স্বপ্ন নিয়ে শেষমেষ পারি দেয় সে মহাসাগরও।তারমানে একটা কথা আমরা বুঝতে পারলাম আমাদের জীবনটা বা জীবনের প্রতি মুহূর্ত আমরা স্বপ্ন বা আশা নিয়ে পার করে যাচ্ছি।জীবনে চলার পথে অনেক সময় প্রতিকূলতার সৃষ্টি হয় আবার কখনো অনুকূলে থেকে দেখা দেয় সফলতা।এই ক্ষেত্রে আপনার জ্ঞান এবং বিবেক কাজে লাগিয়ে জীবনে অবশ্যই সফল হওয়া সম্ভব।অবশ্যই আত্মবিশ্বাস হচ্ছে প্রথম চাবিকাঠি।নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস নিয়ে যেকোনো কাজ সহজে সমাধান করা যায়। আবার এটাও মনে রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় সফলতার দ্বারপ্রান্তে বাধা হয়ে দাঁড়ায়।অতিরিক্ত কোন কিছুই আসলে ভালো নয়।আপনি তখনই সফল হবেন যখন আপনার আত্মবিশ্বাস দিয়ে এবং আপনার জ্ঞান এর সঠিক সিদ্ধান্ত বাস্তবে রূপান্তরিত করতে পারবেন তখনই আপনি সার্থক হবেন।জ্ঞান বিষয়টা হচ্ছে আল্লাহ প্রদত্ত যা আপনি চর্চা না করে লাভ করতে পারবেন না তার জন্য অবশ্যই জ্ঞান আহরণের তৃষ্ণা থাকতে হবে। আর স্বপ্ন হচ্ছে আহরণকৃত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের অবস্থানকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে সফলতার লাভ করা।তাই জীবনে চলার ক্ষেত্রে এমন পরিবেশ এবং এমন মানুষদের সাথে চলার চেষ্টা করুন যেখান থেকে আপনি জ্ঞান আহরণের মাধ্যমে আত্মবিশ্বাস দিয়ে আপনার স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন।

এমএসএম / এমএসএম