বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি একজন বাবার আকুতি
তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এক বাবা তার গভীর শোক ও বেদনাহত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের প্রতি অশ্রুভেজা ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন, যারা প্রতিদিনের ক্লাস, হোমওয়ার্ক, পরীক্ষার প্রস্তুতি কিংবা খেলাধুলার আনন্দ থেকে চিরতরে নিস্তব্ধ হয়ে গেছে।
ওই বাবা তার অনুভূতি প্রকাশ করে বলেন, "এই চিরস্থায়ী নিস্তব্ধতা তোমাদের প্রাপ্য ছিল না। জীবন শুরু হয়েছিল মাত্র, অথচ থেমে গেলে এত তাড়াতাড়ি—আমরা, যারা বাবা, সেটা মেনে নিতে পারি না।"
নিজের সন্তানদের কানাডায় নিরাপদে পড়াশোনা করার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিদিন ভিডিও কলে তাদের খোঁজখবর নেন। কিন্তু এই দুর্ঘটনার খবর দেখে তার বুক কেঁপে উঠেছে। তিনি অনুভব করেছেন, যদি এমন ঘটনা তার সন্তানদের সঙ্গেও ঘটতো, যদি কোনোদিন ফোনটা আর না বেজে উঠতো, তবে সেই বেদনা কতটা গভীর হতো। এই ভাবনাতেই তার চোখ জলে ভরে যায়।
নিহত শিশুদের বাবা-মায়েদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, "আজ যারা তাদের সন্তান হারিয়েছেন, তারা কেমন আছেন? কোনো ভাষা দিয়ে কি সে বেদনা বোঝানো যায়?"
তিনি বলেন, "প্রিয় সন্তানেরা, তোমরা চলে গেছো, কিন্তু রেখে গেছো প্রশ্ন—এই সমাজ, এই সিস্টেম, এই দায়িত্বহীনতা আর কত প্রাণ নেবে? তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না। আমরা ব্যর্থ এক সমাজ, যে সমাজ শিশুদের নিরাপত্তা দিতে পারে না।"
নিহত শিশুদের জন্য দোয়া করে তিনি বলেন, "আল্লাহ যেন তোমাদের শহীদের মর্যাদা দেন। জান্নাতে যেন তোমরা হাসিমুখে থাকো, যেখানে আর কখনো ব্যথা থাকবে না, কান্না থাকবে না।"
সবশেষে তিনি সকল বাবা-মাকে আহ্বান জানান, নিজেদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে আজ একটু বেশি করে ভালোবাসতে, কারণ "জানি না, কাল আবার সেই সুযোগ পাবো কি না।"
তিনি নিহত শিশুদের উদ্দেশে লিখেছেন, "ভালো থেকো প্রিয় সন্তানেরা। তোমাদের ভুলব না কখনোই।
এমএসএম / এমএসএম

ফেসবুক ছিল বিনোদনের জায়গা, এখন আয়ের মূল উৎস

তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না

সুফি ঐতিহ্য, সংস্কৃতি, ভাবাদর্শ প্রতিষ্ঠার ১ যুগ পার করল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন
