ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে চাওয়া মানুষদের জন্য ঈদ যাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিতেই শহর ছেড়ে মানুষ ছুটে যায় গ্রামের দিকে। তাই ঈদযাত্রার গুরুত্ব অনেক। তবে ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরই নানা ধরনের ভোগান্তি ও অব্যবস্থাপনার সৃষ্টি হয়। টিকিটের কালোবাজারি ও দালালদের দৌরাত্ম ঈদযাত্রার একটি বড় সমস্যা। অনেক অসাধু ব্যক্তি বেশি লাভের আশায় টিকিট কিনে রাখে এবং পরে চড়া দামে বিক্রি করে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর টিকিট কালোবাজারির রেকর্ড অনেকাংশে কমেছে। এবারের বাস ট্রেন ষ্টেশনের চিত্র দেখেই তা বোঝা গিয়েছে। ঈদযাত্রার আর একটি ভয়াবহ ভোগান্তির নাম হলো যানজট। প্রতি বছর ঈদের আগে ও পরে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। পরিবহনের অভাব না থাকলেও ট্রাফিক আইন ও সিগনাল না মানা, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানো নামানো অথবা বাড়তি যাত্রীর জন্য রাস্তায় গাড়ি থামিয়ে অপেক্ষা করার ব্যাপারগুলোই দীর্ঘ যানজটের কারণ। তবে ঈদের সময় যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকে বিধায় অনেক যাত্রীকেই অতিরিক্ত ভাড়া দিয়ে বাসের ছাদে বা ট্রেনের দরজায় ঝুলে বাড়ি ফিরতে হয়। যার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে। শুধু দুর্ঘটনাই নয়, বেড়ে যায় ঘরমুখো মানুষের লাশের সাড়ি। অতিরিক্ত যাত্রী, বেপরোয়া গাড়ি চালানো এবং চালকদের ক্লান্তির কারণেই এ দুর্ঘটনা ঘটে বেশি।
পরিবহন বিশেষজ্ঞদের মতেÑ ভোগান্তির যানজট ও দুর্ঘটনা কমাতে মহাসড়কগুলোর সার্বিক উন্নয়ন, বিকল্প রাস্তা তৈরি এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতকরণ, আইন প্রয়োগ ও বাস্তবায়ন এবং আইন মানা ও মানতে বাধ্য করা প্রয়োজন। ঈদযাত্রার সময় যাত্রীদের তুলনায় পরিবহনের সংখ্যা বাড়ানো দরকার। প্রয়োজনে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা যেতে পারে। যা আমাদের দেশে প্রত্যেক বছরেই করে থাকে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে চালকদের সচেতনতা বৃদ্ধি, গাড়ির ফিটনেস পরীক্ষা এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। সেই সাথে প্রশাসনের কঠোর নজরদারি ও পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেন যাত্রা পথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত থাকে।
এমএসএম / এমএসএম

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

খাজা ওসমান ফারুকীর সুফি তত্ত্বের নিদর্শন

'আরএনএস রাজিম একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার গল্প'

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ
