ঢাকা বৃহষ্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন


হারুন অর রশিদ photo হারুন অর রশিদ
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ২:১২

বাংলাদেশের বাজারে অনেক ধরনের এবং অনেক সাইজের পানির ফিল্টার পাওয়া যায়। তবে কোন ধরনের পানির ফিল্টার ঠিক কি রকম সেটি সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে কোন ধরনের পানির ফিল্টারের দাম কত ও আপনার জন‍্যে ভালো হবে। এই সকল বিষয় জানা থাকলে সঠিকভাবে পানির ফিল্টার নির্বাচন করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই কোন ধরনের পানির ফিল্টার ঠিক কেমন সেটি সম্পর্কে ধারণা নেওয়া যাক এখান থেকেঃ- 

১. পানির কোয়ালিটি 
ওয়াটার ফিল্টার গুলো সাধারণত নানান রকমের টেকনোলজি দিয়ে তৈরি হয়ে থাকে। যেমন: রিভার্স অসমোসিস, UV, Ultra filleration, treatment plant, গ্রাভেটি বেইসড সিস্টেমের সমন্বয়ে তৈরী হয়ে থাকে। এগুলোর একমাত্র কাজই হচ্ছে পানির মধ‍্যে থাকা ভাইরাস, ব‍্যাকটেরিয়া, এবং অন‍্যান‍্য ক্ষতিকারক জীবাণুকে মুক্ত করে থাকে। 

এটি প্রকৃতপক্ষে পানির গুণমান অক্ষুন্ন রাখে এর সাথে সাথে পানির টিডিএস লেভেলও বিবেচনায় রাখা জরুরি। সাধারণত, ৫০০ টিডিএস মাত্রার পানি অনেক বেশি বিশুদ্ধ হয়ে থাকে এবং ১০০০ টিডিএসের পানিকে বেশিরভাগ ক্ষেত্রেই দূষিত পানি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর একারণেই ওয়াটার ফিল্টার কেনার আগে আপনার এলাকার পানির কোয়ালিটি কেমন সেটি টিডিএস মিটারের মাধ‍্যমে জেনে নিতে হবে। 

২. ফিল্টার ক‍্যাপাসিটি 
বাসা হোক কিংবা অফিস-আদালত সমস্ত জায়গায়ই পানি সরবরাহ করার অন‍্যতম মাধ‍্যম হচ্ছে ওয়াটার ফিল্টার। আর তাই ওয়াটার ফিল্টার কেনার আগে আপনার ঘরে কিংবা পুরো বাড়ির মানুষের চাহিদা অনুসারে বিশুদ্ধ পানি সরবরাহ করার ক‍্যাপাসিটি সম্পন্ন ওয়াটার ফিল্টার ক্রয় করতে হবে। তবে অতি উচ্চ পরিশোধন যোগ‍্য ক্ষমতাসম্পন্ন ওয়াটার ফিল্টার কিনতে হলে বাংলাদেশের প্রক্ষাপটে পানির ফিল্টারগুলোর দাম একটু বেশিই হয়ে থাকে। 

৩. পানির ফিল্টারের ফ্লো রেট 
ওয়াটার ফিল্টার কেনার আগে অবশ্যই পানির ফ্লো রেট সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আপনার ঘরে থাকা পানির ফিল্টারটি ঠিক কত দ্রুতগতিতে পানি বিশুদ্ধ করতে পারে সেটি অনেকটাই নির্ভর করে মূলত ওয়াটার ফিল্টারের ফ্লো রেট এর উপর। তাই, পানির চাহিদা অনুযায়ী ওয়াটার ফ্লো রেইট যথাস্থানে প্রতিস্থাপিত হয়েছে কিনা সেটি সম্পর্কে জানা থাকাও অতীব জরুরি। 

৪. পানির মাইক্রোন রেটিং 
দূষিত পানির মধ‍্যে সাধারণত অনেক ধরনের ভাইরাস, ব‍্যাকটেরিয়া এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু থাকে যা শিশু থেকে বয়স্ক প্রায়ই সকল বয়সের মানুষের স্বাস্থ‍্যের জন‍্যেই ক্ষতিকর। এছাড়াও, ওয়াটার ফিল্টার কেনার আগে অবশ্যই ওয়াটার ফিল্টারের মাইক্রোন রেটিং সম্পর্কে যাচাই বাছাই করে নিতে হবে। কেননা পানির মাইক্রোন রেটিং অনেক ক্ষেত্রেই দূষণের পরিমাণের পরিমাত্রাকে নির্ধারিত করে থাকে। মাইক্রোন রেটিং যত কম হবে ওয়াটার ফিল্টার থেকেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্রুত অপসৃত করা যাবে। 

৫. ফিল্টারের স্থায়িত্ব এবং প্রতিস্থাপন ব‍্যবস্থা 
ফিল্টার কেনার আগে ফিল্টার কার্টিজের কার্যকারিতা, ব‍্যবহারের সময়কাল এবং সহজেই প্রতিস্থাপন করা যাবে কিনা সেটি সম্পর্কে ও জেনে নিতে হবে। এছাড়াও ওয়াটার ফিল্টার কেনার আগে ফিল্টারটি টেকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী কিনা সেটি সম্পর্কে ও জেনে নেওয়া জরুরী। এটি খরচ সাশ্রয়ী ও হবে। 

৬. জলাধার নির্বাচন করা 
বেশিরভাগ পানির ফিল্টারই জলাধারের সাথে সংযুক্ত অবস্থায় আসে। ফলে, আপনার পরিবারের জন‍্যে উপযুক্ত জলাধার নির্বাচনের আগে বাড়ির সদস‍্য সংখ‍্যা সম্পর্কে জেনে নিন। সবধরনের জলাধার ৮ লিটারের হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটি পানির ফিল্টারের সিস্টেমের সাথে সংযুক্ত অবস্থায়ই আসে। 

৭. ফিল্টার প্রতিস্থাপনের সতর্কতা 
ফিল্টার প্রতিস্থাপনের জন‍্যে আরেকটি বিশেষ ব‍্যবস্থা হচ্ছে অত‍্যাধুনিক ফিল্টারিং সিস্টেমকে সংযুক্ত করা এবং সেই সাথে সাথে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ফিল্টারিং এর ও ব‍্যবস্থা করা। 

৮. গরম এবং ঠান্ডা নির্বাচন 
পানির ফিল্টার নির্বাচনের আরও একটি উপকারী দিক হচ্ছে পানিটি কতক্ষণ গরম থাকবে এবং কতক্ষণ ঠাণ্ডা থাকবে সেটিকে বিবেচনাধীন রাখা। অনেক সময় ফিল্টারের গায়েও এটি সিলমারা থাকে। তাই আপনার উচিৎ আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনটি বেছে নেওয়া। 

৯. ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সুবিধা 
যে কোন ওয়াটার ফিল্টার কেনার আগে ফিল্টারের ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সুবিধা সম্পর্কেও জেনে নেওয়া জরুরী। এছাড়াও, ওয়াটার ফিল্টার কেনার পর ফিল্টারের কোন যান্ত্রিক ত্রুটিবিচ্যুতি দেখা দিলে সেটি রিপ্লেসমেন্টের কোন সুযোগ আছে কিনা সেটিও একবার দেখে নিলে ভালো হয়। 

১০. সার্টিফিকেশন 
ওয়াটার ফিল্টার কেনার আগে ফিল্টারের সার্টিফিকেশন সম্পর্কেও জেনে নেওয়া জরুরি। পানির ফিল্টার কেনার আগে কোন ভালো মানের এনএসএফ ইন্টারন‍্যাশনাল বা ওয়াটার কোয়ালিটি এসোসিয়েশনের এর মতো কোন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ওয়াটার ফিল্টারসমূহের সার্টিফিকেট যাচাই বাছাই করার পাশাপাশি এটি আপনার ফিল্টারের জন‍্যে ভালো হবে কিনা সেটি সম্পর্কে জানা থাকাও অতীব জরুরি। 

উপসংহার
কোন ধরনের ওয়াটার ফিল্টার আপনার জন‍্যে ভালো হবে আর কোনটি নয় এটি যেমন ফিল্টার কেনার আগে জানা থাকা জরুরি। তেমনি ভালো মানের ফিল্টার কেনার আগেও ফিল্টারের ধরণ ও প্রকারভেদ সমস্ত কিছু সম্পর্কে জানা থাকাটাও অনেক বেশি দরকার। সাধারণত এই দুটির সমন্বয় করেই আপনি আপনার জন‍্যে সঠিক ফিল্টার নির্বাচন করতে পারবেন। আর না হলে ফিল্টার নির্বাচনে আনাড়ি হলে আপনাকে প্রায়ই সমস‍্যায় পরতে হতে পারে। 

এমএসএম / এমএসএম

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

খাজা ওসমান ফারুকীর সুফি তত্ত্বের নিদর্শন

'আরএনএস রাজিম একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার গল্প'

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালে প্রয়োজন 'গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট'

খরা কাটাতে ব্যবহৃত পানির পুনর্ব্যবহার

সৌন্দর্যের শহর প্যারিসের নিচে লুকিয়ে আছে যে ভয়ংকর রহস্য