সাবেক ডিএমপি কমিশনারের সম্পদের দুর্নীতির সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
একটি নিউজ পোর্টাল ও ব্যক্তিগত ফেইসবুক ওয়ালে সংবাদ প্রচারের প্রতিবাদে মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। ২৪ আগস্ট শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ আগস্ট একটি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ২৪ এ “৩ হাজার কোটি টাকার সম্পদ, সাবেক ডিএমপি কমিশনার ফারুকের নামে দুদকে অভিযোগ” শিরোনামে প্রকাশিত নিউজের একাংশে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি জানান, সংবাদে বলা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের ছোট বোনের স্বামী হিসেবে তার নাকি ময়মনসিংহ, মধুপুর ও টাঙ্গাইল শহরে একটি করে ৩টি বাড়ির মালিক হয়েছে। বিভিন্ন ব্যাংক একাউন্টে ২ কোটি টাকা আছে। এই সম্পদ খন্দকার গোলাম ফারুকের ছোট বোনের স্বামী হিসেবে অবৈধভাবে প্রাপ্ত হওয়ার ইঙ্গিত করা হয়েছে। তার দাবি, এই সংবাদের কোন ভিত্তি নেই। এই ভিত্তিহীন সংবাদ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজস্ব ওয়ালে কুরুচিপূর্ণ মন্তব্য ও ট্রল করতে দেখা গেছে বলে জানান।
তিনি এ সংবাদ মিথ্যা ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, তার টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা কিংবা মধুপুরে মধুপুরে কোন বাড়ি নেই। ৩০ বছর পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন। মৃত্যকালে মধুপুরের পুন্ডুরা গ্রামের যে বাড়ি রেখে গেছেন তার বাইরে কোন বাড়ি নেই। বাংলাদেশের সরকারি বেসকারি কোন ব্যাংকে তার কিংবা তার স্ত্রীর নামে কত টাকা গচ্ছিত আছে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক এই সংবাদের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন সময় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুসহ এসময় উপস্তিত ছিলেন, তার ভাগ্নে মধুপুর আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক সামছুল আলম, মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিশনের সভাপতি তার মামাত ভাই খালেদ মোশারফ তাপস, তার দুই ছেলে আবরার রশীদ খান হৃদম ও আদনান রশীদ খান প্রমুখ।
এমএসএম / এমএসএম