চৌগাছায় রাতের আঁধারে দুই বিঘা জমির ড্রাগন গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা
যশোরের চৌগাছায় ধরন্ত ড্রাগন গাছের সাথে শত্রæতা করেছে দৃর্বৃত্তরা। কৃষক মাহাবুর রহমান লিটনের দুই বিঘা জমির সমুদয় ড্রাগন গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। দায় দেনা হয়ে ড্রাগন চাষ করে যখন স্বপ্নে বিভোর ঠিক সেই সময়ে দুর্বৃত্তরা সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। শনিবার দিবাগত রাতে পাতিবিলা মাঠে এই ঘটনা ঘটেছে।
উপজেলার পাতিবিলা গ্রামের মৃত হায়দার আলী বিশ্বাসের ছেলে কৃষক মাহাবুর রহমান লিটন। কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। ২০২১ সালে ধার দেনা করে নিজ গ্রামের মাঠে ২ বিঘা জমিতে ড্রাগন চাষ করেন। বর্তমানে প্রতিটি গাছে ফুল ও ফলে ভরে উঠেছে। শনিবার রাতে কে বা কারা সমুদয় ড্রাগন গাছের গোড়া হতে কেটে দিয়েছে।
কৃষক মাহবুর রহমান লিটন বলেন, আমার কারও সাথে কোনই শত্রæতা নেই। তবে কেন দৃর্বৃত্তরা আমার এতো বড় ক্ষতি করলো। দুই বিঘা জমিতে ড্রাগন চাষ করতে যেয়ে এ পর্যন্ত ১০ থেকে ১২ লাখ টাকার উপরে খরচ হয়েছে। এখন ফল উঠার সময়, ঠিক সেই মুহুর্তে জমির সমুদয় গাছ কেটে ফেলা হয়েছে। ড্রাগন চাষ করতে যেয়ে দায় দেনা হয়েছি কি ভাবে এই দেনা শোধ করবো বুঝে আসছে না বলে তিনি ছোট্ট শিশুর মত কাঁদতে থকেন।
মাহাবুর রহমান লিটনের ছোট ভাই লিমন হোসেন বলেন, দুই বিঘা জমিতে ৪ হাজার ৬শ ড্রাগন গাছ ছিলো। সারা রাত ধরে তার এই গাছ কেটেছে। গাছের গোড়া হতে না কেটে উপরে দুই একটি ছাড়া কাটলে ক্ষতি হতো কম। কিন্তু যে ভাবে কেটেছে তাতে আর বাগান ধরে রাখা কোন ভাবেই সম্ভব না। কৃষি অফিস থেকে দুইজন ব্যক্তি এসে ক্ষেত দেখে গেছেন।
ড্রাগন বাগান কেটে সাবাড় করা হয়েছে এমন সংবাদে স্থানীয়রা সকল থেকেই ওই জমিতে ভিড় করতে থাকেন। সকলেই এই জঘন্য কাজ দেখে হতবাক সয়ে যান। এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এলাকাবাসি।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, অত্যান্ত দুঃখজনক একটি ঘটনা, কেন ফসলের সাথে শত্রæতা আমার বুঝে আসে না। খবর পেয়ে আমি দুই উপ-সহকারী কর্মকর্তাকে ওই মাঠে যেতে বলেছি। তারা ক্ষতিগ্রস্থ্য কৃষকের সাথে কথা বলেছেন। যতটুকু সম্ভব কৃষি অফিস হতে কৃষক মাহবুর রহমানকে সহায়তা প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন
তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা
চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা
Link Copied