প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান অপসারণের দাবীতে লিখিত অভিযোগ

নানা অনিয়ম,দুর্নীতি, অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে চলমান নেত্রকোণার খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টিকে সুষ্ঠু ধারায় ফিরেয়ে আনতে নৈরাজ্য সৃষ্টিকারী, অনিয়ম সৃষ্ঠিকারী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান বিশ্বজিত সরকারের অপসারণের দাবী নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানিয়েছে ছাত্র জনতা ও এলাকাবাসীর পক্ষে ছোটন তালুকদার, মাযহারুল ইসলাম ও এরশাদ মিয়াসহ ৪০ জন।
অভিযোগে উল্লেখ করা হয় খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভবতঃ ২০১৫ অথবা ২০১৬ সালে যোগদান করার পর থেকেই রসিদ বিহীন টাকা আদায় করা শুরু করেন। এমনকি এ নিয়ে অভিযোগ হওয়ায় বিভিন্ন গণমাধ্যমে নিউজ ও করা হয়। তাতেও তার টনক নড়েনি।
কৃষি শিক্ষক দিলরুবা আক্তার মাতৃত্বকালীন ৬ মাস কাটানোর পরও আরও প্রায় দুই বছরের অধিক ছুটি ভোগ করেন বেতনসহ। এখানেও তিনি ( প্রধান শিক্ষক) দিলরুবা আক্তারের কাছ থেকে মাসিক হারে সুবিধা নিতেন।
প্রধানশিক্ষক রবীন্দ্র বিশ্বাস বছরের প্রথমে ছাত্র/ছাত্রীদের নতুন বই বিতরণের সময় খরচ বাবদ নগদ টাকা গ্রহণ করতেন। তা নিয়েও বিভিন্ন মাধ্যমে নিউজ প্রকাশিত হয়। এ পিছনে সাহস যোগিয়েছে লাইব্রেরিয়ান বিশ্বজিত সরকার। তার ( বিশ্বজিত) সহায়তায় এ কাজ গুলি করে যাচ্ছে। এ নিয়ে যখন এমন নিউজ প্রকাশ হয়, তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ছানোয়ারুজ্জামান জুসেফ, শিক্ষকদের অনুপস্থিতি, রেজাল্ট খারাপ এগুলো বিবেচনা করে স্কুলের সকল কর্মকর্তা/ কর্মচারীদের বেতনাদি বন্ধ রাখে। তাছাড়াও স্কুলের হিসাব নিকাশে ঝামেলা থাকায় সভাপতি এমন সিন্ধান্ত নিতে বাধ্য হন।
প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস করোনা কালীন সময়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির চেয়েও বেশি টাকা নিয়ে ফরম ফিলাপ করান। সর্বোপরি শিক্ষা মন্ত্রনালয় ছাত্র/ছাত্রীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ থাকলেও ওই টাকা ফেরত না দিয়ে বিশ্বজিত সরকারের সহায়তায় টাকা আত্মসাত করেন। এতে স্কুলের অন্যান্য শিক্ষকরা আপত্তি করলে, বিশ্বজিত সরকার হুমকি,ধামকি দিয়ে টাকা হস্তগত করে নেয়।
স্কুলের একটা ছাত্র/ছাত্রীদের বিভিন্ন গ্রাম থেকে যাতায়াতের জন্য ইঞ্জিন চালিত নৌকাটি প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান কুট কৌশলে বিক্রি করে টাকা হস্তগত করে নেয়। এ বিষয় যখন সভাপতি অবগত হয়, তখন সভাপতি ( আবু ইসহাক) বারবার মিটিং করার কথা বললে, বিশ্বজিত সরকারের কথায় মেনেজ করবে বলে, প্রধান শিক্ষকের কাছ থেকে হাজার টাকা কৌশলে নিয়ে যায়। প্রধান শিক্ষককে সভাপতি আমার বন্ধু, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই।
করোনা কালীন সময়ে অষ্টম শ্রেণীর অটো পাস হওয়ায়, ছাত্র/ ছাত্রীরা নবম শ্রেণীতে নিবন্ধন করার সময় টাকা নেয় এবং তাদের মধ্যে বেশ কয়েকজন দশম শ্রেনীতে নিয়মিত ক্লাস ও নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহন করে কিন্তু ফরম ফিলাপ করার সময় ৪/৫ জন ফরম ফিলাপ করতে পারে নাই কারণ তাদের নবম শ্রেণীতে নিবন্ধনই হয় নাই। এবং আবার তাদের প্রত্যেকের কাছ থেকে ৮/৯ হাজার করে টাকা দাবী করে ও তারা টাকা দেওয়ার পরও পরীক্ষা দিতে পারে নাই। এ নিয়েও বিভিন্ন মাধ্যমে নিউজ হয়। পরে বলেন, আগামীতে পরীক্ষা দিতে পারবে কিন্তু এই ছাত্রগুলো পরীক্ষা দিতে পারে নাই। কর্তব্য অবহেলার কারণে ঝড়ে পড়ে ছাত্ররা। এ নিয়ে ছাত্র অবিভাবকগণ তৎকালীন শিক্ষা কর্মকর্তা / নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এলিন ও পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা এম, রাবিকুল ইসলাম বরাবর লিখিত দিয়েও কোন প্রতিকার পায়নি।
বিশ্বজিত সরকার একজন লাইব্রেরিয়ান কিন্তু সে কোনদিন লাইব্রেরী খোলেও দেখে নি। সে প্রভাব খাটিয়ে শিক্ষকদের নাজেহাল করেছে। স্কুলের আইসিটি শিক্ষক মাহবুব এক বছরের জন্য ট্রেনিং এর ছুটি নেন কিন্তু এক বছর ছুটি ভোগ করে ট্রেনিং ছাড়াই আবারও কর্মস্থলে যোগদান করে এবং লাইব্রেরিয়ানের যোগ সাজশে ৫/৬ মাসের বেতনও উত্তোলন করে কিন্তু পরে যখন জানা যায় সে ট্রেনিং করে নাই তখন সভাপতি ইসহাক প্রধান শিক্ষককে বলেন কারণ দর্শানোর নোটিশ দিতে। মাহবুবকে দুই বার কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। তারপর সভাপতি মাহবুবের বেতনাদি বদ্ধ করে দেয়। তখন লাইব্রেরিয়ান ( বিশ্বজিত) ৮০ হাজার টাকার চুক্তির মাধ্যমে বেতন ছাড়ানোর ব্যবস্থা করবে বলে আশা দিলে মাহবুবরে কাছে টাকা না থাকায় ২০ হাজার টাকা ঋণ করে বিশ্বজিতকে দেয় কিন্তু এখন পর্যন্ত সেই টাকা মাহবুবকে ফেরত দেয় নাই।
এ দিকে সভাপতি ও প্রধান শিক্ষককের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে ঠিক এ মুহুর্তে পানিতে ঘি ঢালার ব্যবস্থা করে বিশ্বজিত। সে বলে ইসহাক আমার বন্ধু তাকে মেনেজ করার দায়িত্ব আমার। তাকে একটা ওয়াশিং মেসিন কিনে দিবে বলে প্রধান শিক্ষকের কাছ থেকে ৪২ হাজার টাকা নিয়ে বিশ্বজিত আত্মসাৎ করেছে।
এ বিষয়টি ইসহাক মিয়াকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। স্কুলের গেইট নির্মাণ বাবদ জেলা পরিষদ থেকে ৪ লাখ টাকা বরাদ্দ আসে, এই কাজটি বিশ্বজিত নিজে করে এবং এই গেইটে আর ২.৭০ লাখ অতিরিক্ত ব্যয় দেখানো হয়।
নানা অনিয়ম নিয়ে মৌখিকভাবে তথ্য চাইলে প্রধান শিক্ষক অপারগতা প্রকাশ করে এমনকি তথ্য অধিকার আইনে তথ্য চাইলে সে ( প্রধান) আবেদন পত্র গ্রহণ করেনি, এমনকি ডাক যোগে পাঠালেও গ্রহণ করেনি।
চলতি বছরে স্কুলের জমি এ বছরের জন্য ৮০ হাজার টাকায় লিজ দেওয়া হয়, তা কমিটিকে অবগত না করেই ( জানি না আপনি জানেন কিনা) দেওয়া হয়েছে এবং টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের ইচ্ছেমত খরচ বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ নিয়োগ বাণিজ্য করেছে এই প্রধান শিক্ষক। এখনো দুজনের এমপিও ভুক্ত হয়নি। নিয়ম বর্হিভুতভাবে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃষি ব্যাংক সংলগ্ন বিল্ডিং সে বছরের পর বছর ভাড়া আদায় করে একটি টাকাও স্কুলের ফান্ডে জমা দেয়নি। তাছাড়া কৃষি ব্যাংকের ভাড়া আদায় করে স্কুল ফান্ডে জমা দেয় কি না জানি না। আপনি যেহেতু সভাপতি উপরোল্লিখিত প্রশ্ন ধরে তাকে জিজ্ঞেস করুন, আশা করি উত্তর ও হিসার দিতে পারবে না... আরও আছে
বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জিম্মি অবস্থায় আছি। সত্য কথা সাহসটাও আমাদের নেই। কথা বললেই হতে অপমান,থাকে চাকুরী হারানোর ভয়, অপুস্থিত দেখিয়ে আটকিয়ে রাখা হয় বেতনাদি। তাই কিছু বলতে পারি না। এমন অব্যবস্থাপনার জন্য পাবলিক পরীক্ষায় আশানুরূপ ভাল ফলাফল আশা করা যায় না।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জুবায়ের সাঈদ বলেন, আমি স্কুলে গিয়েছিলাম। অভিযোগ ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে গোপনীয়ভাবে কথা বলছি ও শিক্ষদের লিখিত বক্তব্যও নিয়েছি। তথ্যগুলো পর্যালোচনা করে প্রতিবেদন তৈরী করে খালিয়াজুরী নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট পাঠিয়ে দিব। যেহেতু বিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা কার্যকরী কমিটির সভাপতি উনিই ব্যবস্থা নিবেন।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
