পূর্বধলায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্রদের মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি

নেত্রকোনার পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকারের পদত্যাগ ও দ্রুত অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ কর্মবিরতি পালন করেন। মঙ্গলবার (২৭ আগষ্ট ) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন। বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা ‘দফা এক দাবি এক সুদীপ চন্দ্র সরকারের পদত্যাগ’, ‘পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় রাজনীতির ঠাঁই নাই’ সহ নানান স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। পরে ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এই প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছেন। দুর্নীতি এবং নানা অনিয়ম করে শিক্ষার্থীদেরকে কোনঠাসা করে রাখতেন তিনি। শিক্ষার্থীরা আরও জানায়, পদত্যাগের কথা বলায় অনেকেই আমাদের পারিবারিকভাবে চাপ সৃষ্টি করছেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বের করে দেওয়া কথা জানিয়েছেন। এতো দিন কেউই রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। যার কারণে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।
পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক জানায়, আজ থেকে তারা প্রধান শিক্ষকের পদত্যাগ জানিয়ে কর্মবিরতি শুরু করছে এবং পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবে। এদিকে সকাল থেকে স্কুলে অনুপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার। এর দুইদিন আগে গত ২৫ আগষ্ট রোববার বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসার ও পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খবিরুল আহসান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অবৈধ, অযোগ্য ও অদক্ষতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনীয় ভাবে ২০ জুলাই ২০১৮ সালে বর্তমান প্রধান শিক্ষকের স্ত্রী জুনিয়র হিন্দু ধর্মীয় শিক্ষিকা জোৎস্না রানী বীরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে নিয়োগ বোর্ড গঠন করা হয়। যা বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালার বহির্ভূত। মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের ছত্র ছায়ায় অবৈধভাবে শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে বিদ্যালয়ের সার্বিক ক্ষতি করে আসছে। ক্ষমতাধরদের চোখ রাঙানির ভয়ে সবকিছু জেনেও শিক্ষক-ছাত্র-অভিবাবকরা কিছুই বলার সাহস পায়নি। এমনকি গত ৫ বছরের বিদ্যালয়ের আয়ব্যয়ের কোন হিসাব পর্যন্ত নেই। এমতাবস্থায় জৈষ্ঠতার ভিত্তিতে একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা/ কর্মচারীবৃন্দ।
এবিষয়ে এলাকাবাসী আব্দুর রশিদ ও মোবারক হোসেন জানান, অত্র বিদ্যালয়ের জন্য সুদীপ চন্দ্র সরকার ১ একর জমি দান করেন। অপসারণ করতে হলে সব শিক্ষককে অপারেশন করতে হবে। এখানে প্রধান শিক্ষককে অবহেলা করা হয়। প্রধান শিক্ষকের কোন কথা কোন কোন সহকারী শিক্ষক শুনতে নারাজ। আজ যারা কর্মবিরতি পালন করছেন তারা কয়দিন সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন আপনারা খুঁজ নিয়ে দেখুন।তারা যার যার ইচ্ছা মতে স্কুলে আসেন আবার প্রধান শিক্ষককে না জানিয়ে তাদের মত করে চলেও যান। পূ্র্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খবিরুল আহসান বলেন, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের দুটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী
