ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইউনিক টিম একটি মানবতার সংগঠন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ২:১

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলা  বন্যার পানিতে প্লাবিত হয়ে  ডুবে যায়  এবং  সেসব জেলার মানুষজন  দুর্ভোগের  স্বীকার হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে আর অনেকেই বাসার ছাদে টিনের  চালে আশ্রয় নিয়ে অর্ধাহারে  -অনাহারে দিন রাত পার করছে।এমন অবস্থায় দেশের বিভিন্ন সংগঠন এর পাশাপাশি ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে সবাই  বন্যা প্লাবিত মানুষের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছে।   ঠিক এমন সময় তৌহিদ ,মাহফুজ  রতন,নাজিম , রনি ,জসিম,রোমেল, খোকন,রাসেল, সাইমন,সাজ্জাদ কয়েকজন যুবক  মিলে সিদ্ধান্ত নেয় দেশের মানুষের জন্য এবং মানবতার জন্য কিছু করা উচিত।যেই ভাবা সেই কাজ ,তারা  চিন্তা করলো বন্যা কবলিত  মানুষের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ এবং জামাকাপড় সংগ্রহ করবে যাতে করে এই সাহায্য তারা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিতে পারে।  এতে তাদের  হয়তো  কিছুটা উপকার হবে ।এই তরুণদের মধ্যে কেউ কেউ বেসরকারি  চাকুরী ,সাংবাদিকতা , নাট্য মিডিয়া এবং মিউজিকের সাথে জড়িত।সবার সহমত নিয়ে তৌহিদ  এর  দিক নির্দেশনা  ও তার দেয়া স্লোগান অনুযায়ী  “ইউনিক টিম” নামকরণ করে  মানবতার কল্যাণের জন্য  একটি গ্রুপ গঠন করা হয় এবং  তৌহিদ এই গ্রুপের এডমিন হিসেবে  দায়িত্ব পালন শুরু করে। ইউনিক টিমের সদস্যরা  দিন  রাত   বন্যা কবলিত মানুষের  সাহায্যের জন্য অর্থ এবং জামাকাপড় সংগ্রহ করা শুরু করে এলাকাবাসীর কাছ থেকে ।অল্প  দিনেই তারা মানুষের কাছ থেকে যথেষ্ট অর্থ এবং জামা কাপড় পেয়ে যায়। তারা তাদের নিজেদের খাওয়া দাওয়া ঘুম  ভুলে  মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্যের জন্য হাত পেতেছে।তাদের উদ্দেশ্য  বা লক্ষ্য ছিল একটাই যে দেশের  বন্যা দুর্গত মানুষের জন্য কিছু করতে হবে।তাদের এই মানবতার প্রেম দেখে উদ্বুদ্ধ হয়ে সার্বিক সহযোগিতায় অনেকেই এগিয়ে  এসেছে।তাদের সংগ্রহকৃত  অর্থ এবং জামাকাপড় বন্যা কবলিত মানুষের কাছে ইউনিক টিমের সদস্যদের মাধ্যমে  যথাযথভাবে  পৌঁছে দেয়া হয়। গ্রুপ এডমিন তৌহিদ বলেন, ইউনিক টিমের স্লোগান হলো (নিজে বাঁচো  এবং অন্যকে  বাঁচতে সাহায্য কর) , দেশের মানুষ যখন বন্যায় আক্রান্ত হয়ে অসহায় হয়ে পড়েছিল তা আমরা মেনে নিতে পারছিলাম না,তাই তাদের সামান্য উপকারের কথা চিন্তা করে ইউনিক  টিম তাদের প্রচেষ্টা চালিয়েছে ।তিনি আরো বলেন,  এই চেষ্টায় আমার চেয়ে ইউনিক টিমের অন্যান্য সদস্যদের অবদান  সবচেয়ে বেশি, বিশেষ করে মাহফুজ রতন ভাই ,রোমেল ইসতিয়াক,রাসেল,নাজিম ভাই ,রনি ভাই  ,খোকন ,জসিম,সাইমন  এদের কথা না বললেই নয় ।ভবিষ্যতেও ইউনিক টিম দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে যাবে   বিনা স্বার্থে, কারণ আমরা দেশের মানুষ ভালো থাকলেই ভালো থাকবে আমাদের বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা