চৌগাছার বিএনপির কাউন্সিল নিয়ে উচ্ছোসিত নেতাকর্মীরা

আগামী ৭ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে চৌগাছা উপজেলা বিএনপির নেতা নির্বচনে ভোট গ্রহন। নির্বাচনকে ঘিরে গোটা উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। দুটি প্যানেলে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিনরাত ছুটছেন তাদের দ্বারে দ্বারে। দীর্ঘ ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই নিজ দলের ভোট হলেও স্বাধীন ভাবে ভোট দিতে পারবেন এতেই মহাখুশি বিএনপি নেতাকর্মীরা।
দলীয় সূত্র থেকে জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচনে ভোট গ্রহন। যশোর জেলা বিএনপি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী চারটি পদে সরাসরি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পদ চারটি হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক। ভোট গ্রহন করা হবে চৌগাছা ডিভাইন সেন্টারে। নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহন করেছে। প্যানেল দুটি হচ্ছে জহুরুল-ইউনুচ এবং সালাম-হাসান প্যানেল। জহুরুল প্যানেলে সভাপতি প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইউনুচ আলী দফাদার। এই প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিএম আজিম উদ্দিন ও তরুন বিএনপি নেতা মোঃ শরিফুল ইসলাম।
অপর দিকে সালাম প্যানেলে সভাপতি প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুল হাসান। এই প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাবেক ছাত্রনেতা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. আলীবুদ্দিন খান। ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৮১ জন। দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির কমিটির গঠন নিয়ে নানা আলোচনা চলছিল। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দল গোছানোর বিষয়টি ঘোষনা আসলে নড়েচড়ে বসে উপজেলা বিএনপি। শেষমেশ গত ২৭ আগস্ট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে মর্মে জেলা নেতৃবৃন্দ ঘোষনা দেন। সেই মোতাবেক দলের প্রার্থীদের মধ্যে ব্যাপক দৌড়ঝাপ শুরু হয়। কিন্তু কোটা বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের ফলে নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ৭ সেপ্টেম্বর কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়। তারিখ পরিবর্তন হলেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোন প্রভাব পড়েনি। বরং আগামী কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নেতা নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ঘোষনার পর হতেই প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলীয় প্রভাব অক্ষুন্ন রাখতে নিজেদের অনুকুলে ভোট প্রার্থনা করছেন।
কয়েকজন বিএনপি নেতা ও ভোটাররা জানান, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা এমন ভাবে একত্রিত হতে পারেননি। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে তখনই প্রশাসন দ্বারা নানা ভাবে হয়রানীর শিকার হয়েছে। কিন্তু এখন পাল্টে গেছে প্রেক্ষাপট। নির্ভয়ে দলীয় নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ছুটছেন ভোটারদের কাছে। গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের উদ্যোগকে বিএনপিসহ উপজেলার অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন। তবে আগামী দিনে চৌগাছা বিএনপির হাল কে ধরছেন তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied