ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দলীয় নেতাকর্মীসহ উৎসুক জনতার উপচে পড়া ভিড়

উৎসব আর উদ্দিপনার মধ্য দিয়ে চৌগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচন সম্পন্ন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ২:৫৮

ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে বহু কাংখিত চৌগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচনের ভোট গ্রহন। শনিবার সকাল ৯ টায় চৌগাছা ডিভাইন সেন্টারে ভোট গ্রহন শুরু হয়ে তার বিরতীহিন ভাবে চলে বিকেল চরটা পর্যন্ত। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৮১ ভোটের মধ্যে ৭১৫ ভোট কাষ্ট হয়েছে বলে জানান নির্বচানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ঠরা।

কঠোর নিরাপত্তা, দলীয় নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, উৎসুক জনতার ঢেউ আর নির্বাচন সংশ্লিষ্ঠদের কঠোর কড়াকড়ির মধ্য দিয়ে শেষ হয়েছে চৌগাছা বিএনপির নেতা নির্বাচন। সকাল ৯ টায় ভোট গ্রহনের কথা থাকলেও নেতাকর্মীরা অনেক আগেই ডিভাইন সেন্টারের সামনে হাজির হতে থাকেন। তারও আগে কেন্দ্র ডিভাইন সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচন গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সহকারী কমিশনার ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, একে শরফুদৌল্লা ছটলু ও সিরাজুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, আলাউদ্দিন ও আসাদুজ্জামান শাহিন। এ ছাড়া জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের অন্তত ২০ কর্মী দিনব্যাপী ব্যাপক পরিশ্রম করে নির্বাচনকে প্রানবন্ত করে তোলেন। দুপুর ১২ টার দিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড, মোঃ ইসহক, মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকি বাচ্চু, আলী হোসেন মদন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদসহ বিভিন্ন জায়গায় দায়িত্বরত ব্যাক্তিরা নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষনে কেন্দ্রে আসেন। এর আগে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী নির্বাচন পর্যবেক্ষন করেন।

দলীয় নির্বাচন হলেও তা উপলব্ধি করতে পারেনি অনেকে, কর্মীদের সাথে কথা বলে এমনটিই জানা গেছে। তারা বলেন দীর্ঘ ১৭ বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই দলীয় ভোট হওয়া সত্বেও ভোট কেন্দ্র ডিভাইন সেন্টার ও তার আশপাশে হাজারও মানুষের ভিড়। সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত চৌগাছা-যশোর সড়ক ছিল জানযটের একটি সড়ক, যা এর আগে কখনও মানুষ দেখেনি। ভোট দিতে এসেছেন পর্যাপ্ত নারী, বয়োবৃদ্ধ ও অসুস্থ্য ভোটাররা। যা দেখে অনেকেই সেই নব্বই দশকের স্মৃতিচারণ করেন। নারী ভোটার আলেয়া বেগম বলেন, অন্য রকম এক অনুভুতি আমার ভিতরে কাজ করছে। বছরের পর বছর ভোট দিতে পারেনি আজ নিজ দলের ভোট শান্তিপূর্ণ ভাবে দিতে পেরে মহাখুশি। অসুস্থ্য ভোটার উপজেলার বড়খানপুর গ্রামের শফিউদ্দিন বলেন, আমি যে পরিমান অসুস্থ্য তাতে বিছানা থেকে উঠাই কষ্টসাধ্য। তারপরও দলের ভোট এবং অনেক বছর ভোট দিতে পারেনি তাই ভ্যান ভাড়া করে দুই জনের সহযোগীতা নিয়ে ভোট দিতে এসেছি। ভোটার মীর হোসেন, জিয়াউর রহমান, রিপন হোসেন, সাজ্জাদ হোসেন, মনজুরুল আলম বলেন, অসাধারণ এক ভাল লাগার বিষয়, দলের ভোট হলেও শান্তিতে একটি ভোট দিতে পেরে খুশি।

এ দিকে নির্বাচনকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ভোট শুরু হওয়ার আগেই থানা পুলিশের একটি দল ডিভাইন সেন্টারে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনে সার দিন নিরালস ভাবে কাজ করে গেছেন। নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটের সার্বিক পরিস্থিতি অত্যান্ত ভালো। যেহেতু এটি দলীয় নির্বাচন তাই যারা আগামী দিনের নেতা নির্বাচিত হবেন তারা প্রত্যেকেই সকলের সাথে নিয়ে দলকে আরও শক্তিশালী করবেন এই প্রত্যাশা।

T.A.S / T.A.S

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক