ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দেবীগঞ্জে স্লুইসগেটের সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামের মানুষ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভূল্লি নদীর ওপর স্লুইসগেট নির্মাণের কিছুদিন পর সংযোগ সড়ক প্রবল বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে এখন কাজে আসছে না সেতুটি। সংযোগ সড়ক ভেঙে পড়ায় সেতুর দুই পাশে সাঁকো দিয়ে কোনোমতে লোকজন পারাপার হলেও কৃষিপণ্য ও যানবাহন নিয়ে বাজারে যেতে হয় তিন কিলোমিটারেরও বেশি পথ ঘুরে। সাঁকোটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল-মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। প্রায়ই দুর্ঘটনা শিকার হচ্ছেন পথচারীরা। এতে ওই এলাকার ছয় গ্রামের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ার দুই মাস হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দাবি ছিল ভুল্লি নদীর উপর একটি সেতু নির্মাণের। কিন্তু সেতু নির্মাণ হলেও দুর্ভোগ কমেনি। তাদের অভিযোগ, কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু যথাসময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির সঠিক তত্ত্বাবধান না থাকায় ও নিম্নমানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে সেতুতে ওঠার সড়কটি।

জানা গেছে, ভুল্লি নদীর উপর সেতু-স্লুইসগেট হলে পাঁচকোলতলা, সোনাপোতা, বুড়াবুড়ি, কামাতপাড়া, সরকারপাড়া, ওধিকারিপাড়া, সর্দারপাড়া, খুটামারা গ্রামের মানুষ পারাপারে সুবিধা পাবে। অন্যদিকে খরা মৌসুমে নদীতে পানি ধরে রেখে কৃষকের সেচ ব্যবস্থার কিছুটা অবসান হবে। এ পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) প্রকল্পটি হাতে নেয়। ১ কেটি ৯৮ লাখ ৭৪ হাজার ৯১৯ টাকা ব্যয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে কাজ শুরু করেছিল ঠাকুরগাঁওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল হোসেন। নির্মাণকাজ শেষ হলেও হস্তান্তরের আগেই পানির তোড়ে ভেঙে যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে সেতুটি। নদীর প্রস্থের চেয়ে অনেক কমে সেতুটির দৈর্ঘ্য। এজন্য বর্ষার পানিতে ভেঙে গেছে সংযোগ সড়কটি। স্থানীয় আলতাফ হোসেন বলেন, নদী থেকে স্লুইসগেটটি অনেক ছোট। তারপরও গেটটি দিয়েছে পানি ধরে রাখার জন্য। সেটা দিয়ে পানি প্রবাহিত হয় অনেক কম। এজন্য সড়ক ভেঙে গেছে। সেতুটি এখন কোনো কাজে আসে না।

সোনাপোতা এলাকার মাজম আলী বলেন, সড়ক ও সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার পর এলাকায় মানুষ আশায় বুক বেঁধেছিলেন। তবে নিম্নমানের কাজ দেখে হতাশা দেখা দেয়। ফলে নির্মাণের কিছুদিন পর সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়ে। এখন আগের মতোই সাঁকো দিয়ে কোনোমতে পার হই।

দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল জানান, প্রবল বৃষ্টির কারণে সংযোগ সড়ক ধসে গেছে। আমরা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। বরাদ্দ পেলে কাজ করা হবে। তবে অপরিকল্পিতভাবে নির্মাণের বিষয়টি যারা নকশা করেছে তারাই ভালো জানেন বলেও জানান তিনি।

এমএসএম / জামান

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি