ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে বিএনপির কেন্দ্রীয় নেতা মিল্টন ভূঁইয়ার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:১

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সঙ্গে সন্দ্বীপে কর্মরত সাংবাদিক, পেশাজীবী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সন্দ্বীপ প্রেসক্লাবের আয়োজনে বে ভিউ গার্ডেন নামক একটি রেস্তােরাঁয় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মোজাম্মেল হোসেন।

মতবিনিময় সভায় প্রধান তিথি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, আমি যদিও প্রশাসনিক কোনো দায়িত্বে নেই, তবুও একজন রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান তত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে ইতোমধ্যে সন্দ্বীপের নৌঘাট উন্মুক্তকরণ, সীমানা নির্ধারণ, সন্দ্বীপ টু কোস্পানীগঞ্জ সড়ক বাস্তবায়ন, দ্রুততম সময়ে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি সেগুলোতে বিদ্যুৎ পৌঁছানো ও ফেরি সার্ভিস চালুর জন্য অনেক কাজ  করেছি। এগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর সন্দ্বীপের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি এখানকার বিএনপি নেতাদের সহযোগিতায়। সংবাদকর্মীদের স্বাধীনতা নিশ্চিত করে তাদের প্রকৃত সত্য তুলে ধরতে আমরা সহযোগিতা করবে। আমরা কখনো তাদের বাধা হয়ে দাঁড়াবে না। আপনারা নির্ভয়ে সাংবাদিকতা করবেন। আপনাদের থেকে আমরা সংকট নিরসনের নির্দেশনা পাবে, সে প্রত্যাশাও থাকল। 

সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, সন্দ্বীপ বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মাওলা শামীম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মাঈন উদ্দীন, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, মহিউদ্দীন শাহজাহান, এমএ হাশেম, সহ-সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, সাংবাদিক রিদোয়ানুল বারী, সাইফুল ইসলাম ইনসাফ, সাজিদ মোহন, খাদেমুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস সুমন, সাধারণ সম্পাদক পুস্পেন্দু মজুমদার, রিপোর্টাইর্স ইউনিটির সভাপতি চারু মিল্লাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, স্যোশাল অ্যাক্টিভিস্ট সাদমান সামী, নজরুল নাঈম প্রমুখ।

T.A.S / জামান

পাবনায় মাদকের টাকা না পেয়ে নামাজরত পিতাকে কুপিয়ে হত্যাঃ ছেলে আটক

বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়,নেত্রকোনায় এটিএম আব্দুল বারী ড্যানী

দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছেন তারেক রহমানঃ ইউসুফ খান বাদল

নামে উপজেলা গুইমারা,নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক

সাঘাটা-ফুলছড়িতে গণসংযোগে ব্যস্ত জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন

নওয়াপাড়ায় ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গ্রেফতার

হাতিয়ায় ১৪০ টন কয়লা বোঝাই কার্গো বোট সহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড

বড়লেখায় নিসচা'র সভাপতি “রোড ফাইটার” উপাধিতে ভূষিত