ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

DEFI CLUB COIN-এর নামে প্রতিদিন বিপুল অর্থ পাচারের অভিযোগ


জাহিদুল আলম  photo জাহিদুল আলম
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৬:৫৫

*    প্রতারণা আড়ালে ব্যবহার হচ্ছে সাংবাদিক পরিচয়
*    অতীতে জড়িত ছিলেন এমএল এম প্রতারণায়
*    দেশে স্থায়ী কোন অফিস নেই
*    ডলার কনভার্ট হয়ে অর্থ যাচ্ছে দেশের বাইরে 

ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে দেশ থেকে প্রতিনিয়তই  পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। ডিজিটাল প্লাটফমের এই প্রকাশ্য প্রতারণায় গড়ে উঠেছে দেশ ব্যাপি একটি প্রলোভনের শক্তিশালী নেট ওয়ার্ক।  বাংলাদেশে যার নেতৃত্ব দিচ্ছে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। অতীতে যিনি ছিলেন ডেস্টিনি ২০০০ এর ডায়মন্ড পদধারী একজন শীর্ষ প্রতারক। আমাদের অনুসন্ধ্যানে উঠে আসা তথ্যে দেখা যাচ্ছে,দুবাই থেকে পরিচালিত হচ্ছে এই  অনলাইন মানি গেইম। জানা গেছে, প্রতারনার এ ব্যবসাটি পরিচালনার মূল নেতৃত্বে রয়েছে রেজা নামক একজন বাংলাদেশী। দুবাই বসে তিনি বিশেষ  এ্যাপসের মাধ্যেমে প্রতিদিন হাতয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ ডলার। দেশ ব্যাপি তিনি  বিশেষ কমিশন ও সহজে কোটি পতি হওয়ার প্রলোভন দেখিয়ে  গড়ে তুলেছেন বিশেষ এই নেটওযার্ক।

বাংলাদেশ পার্টে প্রধান এজেন্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীর আলম নামের ব্যক্তি। তার সহযোগি হিসেবে নাম উঠে এসেছে একজন সাংবাদিকের। জানা গেছে, এ কোম্পানীর নিজস্ব কোন অফিস নেই। রাজধানীর বড় বড় হোটেল, রেস্টুরেন্টই এদের আড্ডার জায়গা। ব্যবসার প্রচারণা চলে ডিজিটাল প্লাটফর্মে জুমের মাধ্যমে।  ব্যবসার প্লানিং হিসেবে দেখানো হচ্ছে নূন্যতম ১০০ ডি কয়েন বিনিয়োগে করলে প্রতিদিন রিওয়ার্ড আসে। একবার বিনিয়োগ করলে  ২০০০(দুই হাজার) দিন একনাগাড়ে রিওয়ার্ড যোগ হবে নির্ধারিত একাউন্টে।  যঃঃঢ়ং://ফবভরপষঁন.নরু/ আসবেএই ঠিকানার মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে । সম্প্রতি প্রতিবেদক এর হাতে একটি জুম মিটিং এর ভিডিও রেকর্ড আসে, সেখানে ৫০০ এর অধিক অংশগ্রহনকারীর যোগ দেয়ার তথ্য রয়েছে। এরা অধিকাংশই এজেন্ট। এজেন্টরা নিজ নিজ অবস্থান থেকে প্রলাভন দেখিয়ে প্রতিদিন লাখ লাখ ডলার পাচার করে দিচ্ছে দেশের বাইরে। এর মাধ্যমে সাময়িক সময়ের জন্য তাদের কেউ কেউ লাভবান হলেও দেশের অর্থনীতির বারটা  বাজিয়ে দিচ্ছে এ প্রতারক চক্রটি। কোম্পানিতেও কাউকে বিনিয়োগ করাতে পারলে এজেন্ট পাচ্ছে নগদ  ১০ শতাংশ কমিশন। আরও বেশি গ্রাহক আনতে পারলে মোটা অংকের কমিশনের সঙ্গে দেয়া হচ্ছে বিশেষ কমিশন ও বোনাস। 

প্রদর্শিত প্লানিং থেকে দেখা যাচ্ছে, ডিফাই ক্লাব এক্সচেঞ্জ এ স্টেকিং এ ১. নূন্যতম ১০০ ডি কয়েন স্টেকিং করা যায়। ২. একবার স্টেকিং করলে প্রতিদিন রিওয়ার্ড আসে এভাবে ২০০০ দিন একনাগাড়ে আসবে। ৩. প্রতিদিন রিওয়ার্ড উইথড্র করে বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্ট এ ক্যাশ করা যায়। ৪. প্রয়োজন এ মূল বিনিয়োগ ও উইথড্র করে বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্ট এ ক্যাশ করা যাবে। ৫. স্টেকিং পুল এর ধারনক্ষমতা মাত্র ১০ কোটি ডিকয়েন যাহা মূল সাপ্লাই এর মাত্র ১০ ভাগ অর্থাৎ এই স্টেকিং সুবিধা খুবই সীমিত তাই যারা আগে নিবে তারাই শুধু এই প্রজেক্ট এর অংশ হতে পারবে। ৬.  ডি কয়েন এর দাম বাড়ার সাথে সাথে যারা আগে স্টেকিং করেছে তাদের রিটার্ন সবচেয়ে বেশি হবে কারন রিওয়ার্ড রেট সমান হলেও কয়েন রেট বাড়ার কারণে তাদের ক্যাপিটাল গেইন ও প্রফিট গেইনও কয়েক গুন হয়ে যাবে। ৭. যেহেতু বাইনান্স ব্লকচেইন (পাব্লিক ব্লকচেইন)  এ এই স্মার্ট কন্ট্রাক্ট ডেপ্লোয় করা হয়েছে,  তাই পরবর্তীতে এর পরিবর্তন বা মেনুপুলেট করা সম্ভব নয় বলে গ্যারান্টি দেয়া হচ্ছে।  ৮. ডিফাই ক্লাব যেহেতু একটা ডি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তাই ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট সহ সমস্ত ডি সেন্ট্রালাইজড ব্লকচেইন একাউন্ট কানেক্ট করেই এখানে ট্রেডিং, পুলিং, স্টেকিং করা হয় বলেও প্রচার করা হচ্ছে।

এমন সব প্রলোভনে পড়ে বিনিয়োগকারিরা প্রতিদিন লাখ লাখ ডলার তুলে দিচ্ছে  প্রতারক চক্রের হাতে। এ বিষয়ে বাংলাদেশ পাটের প্রধান জাহাঙ্গীর আলমের কাছে ব্যবসার বৈধতা বিষয়ে জানতে চাইলে তিনি সে প্রশ্নের কোন উত্তর  দিতে রাজি হয়নি। দেশের বাজারে এমন বেশ কিছু প্লাটফর্ম বিদ্যমান থাকলেও দেশের ফিনান্সিয়্যাল ইন্টিজেন্স সার্ভিস কেন এদের ধরছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না এমন প্রশ্ন থাকলেও বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্টদেও তৎপরতা জরুরি বলে মনে করছে অর্থ খাতের বোধ্যরা।

T.A.S / T.A.S

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা