ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের কাশিমপুরে ডাকাতি : মিজানুর রহমানের মামলা


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১১-৯-২০২৪ সকাল ৮:৪৪

গাজীপুরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় একটি তিনতলা ভবনে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মো. মিজানুর রহমান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন। গত ৫ সেপ্টেম্বর রাত ৩টা থেকে ৪টার মধ্যে ৮-৯ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল তার ছোট ভাই এবং মায়ের ঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ওই ডাকাতি এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ডাকাতরা প্রথমে জানালার গ্রিল কেটে মিজানুর রহমানের ছোট ভাই মনির হোসেন মণ্ডলের ঘরে প্রবেশ করে। এরপর তাদের মা ও বাড়ির কাজের মহিলা হাফিজা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। লুটকৃত সামগ্রীর মধ্যে ১০ ভরি স্বর্ণালংকার এবং ১ লাখ ৩০ হাজার টাকা ছিল। এ সময় মিজানুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা ভবনের তৃতীয় তলায় ঘুমিয়েছিলেন। চিৎকার শুনে তারা নিচে এসে দ্রুত তাদের উদ্ধার করেন এবং থানায় অভিযোগ করেন।

মনির হোসেন মণ্ডল স্থানীয় ২নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ায় এ ঘটনা আরো বেশি আলোচনায় আসে। তার পরিবারের সদস্যরা জানান, তারা ভীষণ আতঙ্কিত এবং মানসিকভাবে বিপর্যস্ত। পারিবারের এক সদস্য বলেন, আমার মা এখনো ভয়াবহ মানসিক চাপের মধ্যে রয়েছেন। ডাকাতরা যে হিংস্রভাবে আমাদের জিম্মি করেছে, তাতে আমরা সকলেই আতঙ্কিত।

এলাকার বাসিন্দারা জানান, ডাকাতরা প্রথম তলার জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। ডাকাতদের মূল লক্ষ্য ছিল পুরো ভবন লুট করা। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় তারা তৃতীয় তলায় প্রবেশ করতে পারেনি। ঘটনার সময় ডাকাতরা বারবার মনির হোসেন ও মোশাররফ হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছিল।

মনির হোসেন মণ্ডলের মা বলেন, তারা জিজ্ঞাসা করছিল আমার ছেলেরা কোথায়? ডাকাতরা মনির হোসেন ও তার ছোট ভাই মোশাররফ হোসেন কোথায় আছে জানতে চায়। তার মা বলেছেন আমার ছোট ২ ছেলে বাসায় নেই। আমরা সব সময় আতঙ্কে আছি, না জানি কখন তারা আবার এসে আমাদের ওপর আঘাত হানে।

এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং পুলিশি টহল বাড়ানোর প্রয়োজন। স্থানীয় এক ব্যক্তি বলেন, এ ধরনের ঘটনায় আমাদের মনে ভয় ঢুকে গেছে। প্রশাসনের প্রতি আহ্বান, আমাদের নিরাপত্তা বাড়ানো হোক।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমরা ঘটনার পরপরই তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের টিম ডাকাতদের চিহ্নিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং অপরাধীদের দ্রুত ধরা হবে। পুলিশ ওই এলাকায় টহল জোরদার করেছে এবং ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের আরো সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, আমরা ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের সম্পর্কে ধারণা পেয়েছি। আশা করি দ্রুত তাদের আটক করতে সক্ষম হব। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।

এ ঘটনার পর কাশিমপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের দাবি উঠেছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, আমাদের এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো উচিত। নিরাপত্তা ব্যবস্থা না বাড়ালে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি। এতে অপরাধীদের সহজেই শনাক্ত করা যাবে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অনেকেই মনে করছেন, ডাকাতদের ধরার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বাসিন্দা বলেন, পুলিশের পাশাপাশি আমাদেরও সতর্ক থাকতে হবে। অপরিচিত কাউকে দেখলেই পুলিশকে জানাতে হবে, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

অপরদিকে, মিজানুর রহমানের পরিবার প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। পরিবারের সদস্যরা জানান, আমরা প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেয়া হোক। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চাই।

এলাকাবাসীও একই দাবি জানিয়েছেন। এক ব্যক্তি জানান, এলাকায় আমরা কেউ নিরাপদ বোধ করছি না। প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

তদন্তের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, আমরা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি। এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে আমরা এ কাজ আরো সহজ করতে পারব। অপরাধীদের গ্রেপ্তার করা আমাদের অগ্রাধিকার। স্থানীয়দের সচেতন থাকার পাশাপাশি পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ওই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সবাই আশা করছেন, প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনবে, যাতে পুনরায় এমন ঘটনা না ঘটে।

এমএসএম / জামান

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১