খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ
সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া প্রায় ১ কোটি ২০লাখ টাকার কাঠ বন বিভাগের সহায়তায় পাচার হয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। বনবিভাগের রহস্যজনক নিরবতায় পাচারকারিরা এসব কাঠ সরিয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনাক্তকৃত এসব অবৈধ কাঠ লক্ষীছড়ির রেঞ্জার মো:জাহাঙ্গীর আলমের যোগসাজসে রাতের আঁধারে সরিয়ে ফেলেছে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ ও কাঠ পাচারকারী চক্র। বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, গত ২৯ অক্টোবর লক্ষীছড়ি জোনের অধীন বার্মাছড়ি সেনা ক্যাম্প কর্তৃক পরিচালিত নিয়মিত টহল অভিযানে বর্মাছড়িমুখ সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠের মজুদ শনাক্ত করা হয়, যা স্থানীয় কাঠ পাচারকারী চক্র কর্তৃক পাচারের প্রস্তুতি চলছিল।
অভিযান শেষে নিরাপত্তা বাহিনী দ্রুত সংশ্লিষ্ট বন বিভাগ কর্মকর্তাদের অবহিত করে। তবে পরবর্তী ৩/৪ দিন পর্যন্ত বন বিভাগ ওইসব অবৈধ কাঠ আহরণ ও সংরক্ষণ কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে বিলম্বিত হওয়ায়, রাতের আধারে গোপনে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ ও কাঠ পাচারকারী চক্র অবৈধ কাঠগুলি অন্যত্র সরিয়ে ফেলে। ৩ নভেম্বর সোমবার বন বিভাগের একটি দল অবৈধ শনাক্তকৃত কাঠগুলি আহরণ ও সংরক্ষণ করতে গেলে দেখতে পায় অবৈধ কাঠ পাচারকারীরা ইতোমধ্যে শনাক্তকৃত কাঠ পাচার করে নিয়ে গেছে। বন বিভাগের উদাসীনায় এবং কর্মতৎপরতার অভাবে অপরাধী চক্রগুলো আরও উৎসাহিত হচ্ছে এবং বন সম্পদ ধ্বংসের সুযোগ পাচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
বার্মাছড়িমুখ ও সংলগ্ন এলাকাগুলো দীর্ঘদিন ধরে কাঠ পাচার ও ইউপিডিএফ (মূল) এর অবৈধ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আর সে কারণেই সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিকে বাধাগ্রস্ত করার অপপ্রচেষ্টা করছে ইউপিডিএফ এবং কিছু অসাধু কাঠ পাচার চক্র।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম জানান, গত অক্টোবর কাঠ আটক হলেও আমাদের কাছে খবর আসে আরো দেরিতে। আমাদের প্রস্তুুতি নিয়ে সেনাবাহিনীসহ আটকের ৩দিন পরই ঘটনাস্থলে গিয়ে এক টুকরো কাঠও পায়নি। কাঠগুলো হেফাজতে আনতে কেনো বিলম্ব করলেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেনাবাহিনী আমাদেরকে কাঠ জব্দের বিষয়ে অবহিত করেছেন দেরীতে এবং আমাদেরকে আটকের কোন কাগজপত্রও দেননি। তবুও আপনারা যেরকম শুনছেন আমিও ওরকম শোনার পর দূর্গম এলাকা হওয়ায় নিরাপত্তার সমস্যা থাকায় সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ৪দিন পর সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি কোনো কাঠ সেখানে নেই। সবগুলো কাঠ দুস্কৃতিকারীরা নিয়ে গেছে।
এই বিষয়ে আমি বহু চিঠি চালাচালি করেছি,দায়িত্বে অবহেলা করেছি তা সত্য নয়, তিনি আরো বলেন আপনি খেয়াল করেন তো যারা আটক করেছেন তারা আমাদেরকে যথাসময়ে না জানালো আমরা কি করতে পারি?।
এদিকে আরো জানা যায়, পাচারকারী এবং বনবিভাগের সহায়তায় দীর্ঘ দিন ধরে হাজার হাজার ঘনফুট কাঠ অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু কখনই বনবিভাগ স্বপ্রণোদিত হয়ে এই অঞ্চলে কাঠ আটক করেছে এমন নজির খুবই কম। বর্মাছড়ি এলাকায় সেনাটহল যখন জোড়দার করা হয়, তখনিই থমকে যায় অবৈধভাবে কাঠ পাচার। গত ২৪ অক্টোবর থেকে বর্মাছড়ি এলাকায় গত ১২ দিনে অন্তত ১০হাজার ঘনফুট কাঠ মজুদ করা হলেও নিরাপত্তা বেষ্টনি থাকায় উক্ত কাঠ পাচার করতে পারেনি অসাদু ব্যবসায়ীরা।
উল্লেখ্য: গত বছরের ২৯ অক্টোবর সেনাবাহিনী কর্তৃক লক্ষীছড়ির বার্মাছড়িতে ১কোটি ২০লাখ টাকার কাঠ জব্দের খবর বাংলাদেশের একাধিক টেলিভিশনের ডিজিটাল সংস্করণে এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সন ও প্রিন্ট ভার্সনসহ দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমে প্রচার হলেও বিষয়টি নাকি শুনতে কিংবা দেখতো পাননি লক্ষীছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলম।
Aminur / Aminur
অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা
ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান
নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২
নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড
নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার
শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ
বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড
ব্রাহ্মণবাড়িয়া র্যাবের অভিযানে অস্ত্র-কার্তুজ উদ্ধার
তানোরে এসিল্যান্ডের উপরে হামলার চেষ্টা! আটক ৩