ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

তানোরে এসিল্যান্ডের উপরে হামলার চেষ্টা! আটক ৩


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ১:৮

রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে সরকারি কার্যালয়ের মর্যাদা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের কার্যালয়ে ভূমি সংক্রান্ত শুনানি চলাকালীন তিন ব্যক্তি অন্যায় দাবি নিয়ে হাঙ্গামা শুরু করেন। কথাকাটাকাটির পর জমিলা নামের এক মহিলা এসিল্যান্ডের টেবিলে জোরে থাপ্পড় মারতে থাকেন এবং তিনজন মিলে কর্মকর্তার প্রতি মারমুখি আচরণ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এঘটনায় তানোর থানা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তিনজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।গ্রেফতারকৃতরা হলেন— (১) কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), (২) বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুর রহমান (৪৫), এবং (৩) একই পরিবারের আরেক পুত্র আব্দুল আওয়াল। শুনানির সময় কার্যালয়ে অফিসের অন্যান্য স্টাফরা ও সেবাপ্রার্থী মুনসুর নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, অন্যায় আবেদন নিয়ে আলোচনা চলাকালীন সময়ে আসামিরা এসিল্যান্ডের সাথে কথোপকথন তীব্র করে তোলেন। জমিলা টেবিল চাপড়ানোর পর তিনজন মিলে এসিল্যান্ড শিব শংকর বসাকের প্রতি হুমকির সুর তুলে মারামারির উদ্যোগ নেন। অফিস কর্মকর্তা-কর্মচারীরা যখন তাদের শান্ত করতে চেষ্টা করেন, তখন আসামিরা তাদের প্রতিও মারমুখি আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তানোর থানায় খবর দেওয়া হলে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে।পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে থানায় হেফাজতে থাকা তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬ (সরকারি কর্মকর্তার কার্যে বাধা), ৩৫৩ (ধমক দিয়ে আতঙ্ক সৃষ্টি) ও ৩৩২ (সরকারি কর্মকর্তাকে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৭।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, সরকারি অফিসে এ ধরনের হাঙ্গামা গ্রহণযোগ্য নয়। আইনি প্রক্রিয়া শেষে  তিন আসামীকে আদালতে প্রেরণ করা হবে।মামলার বাদি সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, আসামিরা অন্যায় দাবি নিয়ে হাঙ্গামা করে সরকারি কার্যক্রম ব্যাহত করেছেন। অফিস স্টাফদের প্রতিও তারা মারামারির হুমকি দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, যারা নিজেদের দাবি আদায়ের জন্য সহিংসতার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রশাসন সচেষ্ট থাকবে।

Aminur / Aminur

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা

ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান

নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২

নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড

নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার

শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ

বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন

চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাবের অভিযানে অস্ত্র-কার্তুজ উদ্ধার

তানোরে এসিল্যান্ডের উপরে হামলার চেষ্টা! আটক ৩

১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন - আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া