ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
‘দাবি এক ডাক্তার নামজুলের পদত্যাগ, দুর্নীতিবাজ হটাও স্বাস্থ্য কমপ্লেক্স বাঁচাও, এক দফা এক দাবি নামজুল হাসানের পদত্যাগ দাবি’- এমন স্লোগানো স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বর। বৃহস্পতিবার সকাল (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
শিক্ষাথীরা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে নামজুলের রুমে তালা মেরে দেন। এ সময় ডাক্তার নামজুলকে হাসপাতালে পাওয়া যায়নি। এর পূর্বে গত ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ২৪ ঘণ্রটা মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন।
সমাবেশে আগত শিক্ষার্থীরা জানান, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হাসান উক্ত প্রতিষ্ঠানে প্রায় আট বছর আগে যোগদান করেন। চার বছর আগে পদোন্নতি পেয়ে একই প্রতিষ্ঠানে আবাাসিক মেডিকেল অফিসার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হন। এরপর থেকে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন খাতে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ক্লিনিক মালিক জানান, ডাক্তার নাজমুল হাসান আমাদের কাছে নিয়মিত টাকা দাবি করতের। তার ইচ্ছেমতো মাসিক ধার্যকৃত টাকা না দিলে ক্লিনিক বন্ধ করে দেয়ার ভয় দেখাতেন।
খবর নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার কঠোর আন্দোলন হবে- এমন খবর জানতে পেরে ডাক্তার নামজুল হাসান বুধবার গভীর রাতে হাসপাতল ছেড়ে পালিয়ে যান।
এমএসএম / জামান