বড়লেখায় স্বেচ্ছাশ্রমে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা

বড়লেখার কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড় আর গাছপালা। কোথাও কোথাও সড়কের উভয় পাশে বেড়ে ওঠা গাছপালা আর লতাগুল্ম সড়কের ওপর এসে গড়িয়েছে। এ কারণে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া সড়কটিতে ঘন ঘন বাঁক রয়েছে। এ অবস্থায় পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারে উদ্যোগ নেন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী (টাকি) এলাকার তরুণরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তারা স্বেচ্ছাশ্রমে কাঁঠালতলী-মাধবকুণ্ড রাস্তার দুইপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন। প্রতি শুক্রবার তারা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজার (মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক) থেকে পূর্বদিকে গেছে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে অনেক মানুষ আসা-যাওয়া করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটখাটো যানবাহনও চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে। গাছগুলো ডালপালা মেলেছে, যা সড়কের ওপর এসে পড়েছে। এতে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া সড়কটিতে ঘন ঘন বাঁক রয়েছে। এই অবস্থায় পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
এই পরিস্থিতিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারে উদ্যোগ নেন কাঁঠালতলী (টাকি) এলাকার তরুণ মারুফ আহমদ, আমিনুল ইসলাম ও রাহেল আহমদ। তারা বিষয়টি এলাকার ছোট-বড় সবাইকে জানান। এতে সবার সাড়া মেলে। পরিকল্পনা অনুযায়ী তারা শুক্রবার সকাল থেকে সড়কের উভয় পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
সরেজমিন দেখা গেছে, কাঁঠালতলী (টাকি) এলাকার কয়েকজন তরুণ সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন। কেউ ময়লা-আবর্জনা টুকরিতে ভরছেন, কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে আগুনে পুড়িয়ে দিচ্ছেন। এতে সড়কের চিত্র পুরোটাই বদলে যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন- এলাকার সমাজসেকব বেলাল আহমেদ ও সয়দুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান মুক্তা, জাবেদ আহমেদ, মারুফ আহমদ, আমিনুল ইসলাম, রাহেল আহমদ, আল আমিন, রাজন,জাফর, শুকুর মিয়া, আইনুল ইসলাম, শিমুল আহমেদ, মাসুদ আহমেদ, রাফি, ইমরান, শাকিলসহ অনেক।
শিক্ষক কামরুজ্জামান মুক্তা বলেন, কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কটির উভয় পাশে ঝোপঝাড় ও লতাপাতার কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়েছিল। এতে পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে। এলাকার কয়েকজন তরুণ বিষয়টি ছোট-বড় সবাইকে জানায়। এতে সবার সাড়া মেলে। এরপর আমরা সড়কটির উভয় পাশ পরিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার থেকে কাজ শুরু করেছি। আমরা প্রায় দুই কিলোমিটার রাস্তা পরিষ্কার করেছি। প্রতি শুক্রবার আমরা এ কার্যক্রম চালাব। আমাদের কাজ অনেকে প্রশংসা করেছেন। পুরো সড়কটি আমরা পরিষ্কার করব। এজন্য এলাকার মানুষের সাথে কথা হয়েছে। তারা সবাই কাজে অংশগ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
ইউপি সদস্য রাসেল আহমদ বলেন, কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক এখন অনেক সুন্দর লাগছে। এলাকার তরুণরা সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তাদের মতো সবার উচিত নিজ নিজ এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা। আমিও আমার এলাকার তরুণদের নিয়ে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করব।
এমএসএম / জামান

ছাগল খাওয়ার আপরাধে; বড়লেখায় অজগর সাপ হত্যা

লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

সোনাকান্ত বিলে দীর্ঘ দিন পানি শুন্য থাকায় পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য হারাতে বসেছে

বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা ব্যক্তি হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত

প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলো মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন ইঞ্জিনিয়ার মাসুদ

বরগুনার তরুণ নেতৃত্বে মাহফুজ: জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন

অবৈধ দখলের কারণে ঝিনাইদহে ভয়াবহ জলাবদ্ধতা

যান্ত্রিকতায় বারহাট্টা থেকে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিকশা
