ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বড়লেখায় স্বেচ্ছাশ্রমে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করল তরুণরা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:১১

বড়লেখার কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড় আর গাছপালা। কোথাও কোথাও সড়কের উভয় পাশে বেড়ে ওঠা গাছপালা আর লতাগুল্ম সড়কের ওপর এসে গড়িয়েছে। এ কারণে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া সড়কটিতে ঘন ঘন বাঁক রয়েছে। এ অবস্থায় পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারে উদ্যোগ নেন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী (টাকি) এলাকার তরুণরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তারা স্বেচ্ছাশ্রমে কাঁঠালতলী-মাধবকুণ্ড রাস্তার দুইপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন। প্রতি শুক্রবার তারা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজার (মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক) থেকে পূর্বদিকে গেছে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে অনেক মানুষ আসা-যাওয়া করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটখাটো যানবাহনও চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে। গাছগুলো ডালপালা মেলেছে, যা সড়কের ওপর এসে পড়েছে। এতে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া সড়কটিতে ঘন ঘন বাঁক রয়েছে। এই অবস্থায় পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

এই পরিস্থিতিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারে উদ্যোগ নেন কাঁঠালতলী (টাকি) এলাকার তরুণ মারুফ আহমদ, আমিনুল ইসলাম ও রাহেল আহমদ। তারা বিষয়টি এলাকার ছোট-বড় সবাইকে জানান। এতে সবার সাড়া মেলে। পরিকল্পনা অনুযায়ী তারা শুক্রবার সকাল থেকে সড়কের উভয় পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

সরেজমিন দেখা গেছে, কাঁঠালতলী (টাকি) এলাকার কয়েকজন তরুণ সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন। কেউ ময়লা-আবর্জনা টুকরিতে ভরছেন, কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে আগুনে পুড়িয়ে দিচ্ছেন। এতে সড়কের চিত্র পুরোটাই বদলে যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন- এলাকার সমাজসেকব বেলাল আহমেদ ও সয়দুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান মুক্তা, জাবেদ আহমেদ, মারুফ আহমদ, আমিনুল ইসলাম, রাহেল আহমদ, আল আমিন, রাজন,জাফর, শুকুর মিয়া, আইনুল ইসলাম, শিমুল আহমেদ, মাসুদ আহমেদ, রাফি, ইমরান, শাকিলসহ অনেক।

শিক্ষক কামরুজ্জামান মুক্তা বলেন, কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কটির উভয় পাশে ঝোপঝাড় ও লতাপাতার কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়েছিল। এতে পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে। এলাকার কয়েকজন তরুণ বিষয়টি ছোট-বড় সবাইকে জানায়। এতে সবার সাড়া মেলে। এরপর আমরা সড়কটির উভয় পাশ পরিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার থেকে কাজ শুরু করেছি। আমরা প্রায় দুই কিলোমিটার রাস্তা পরিষ্কার করেছি। প্রতি শুক্রবার আমরা এ কার্যক্রম চালাব। আমাদের কাজ অনেকে প্রশংসা করেছেন। পুরো সড়কটি আমরা পরিষ্কার করব। এজন্য এলাকার মানুষের সাথে কথা হয়েছে। তারা সবাই কাজে অংশগ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

ইউপি সদস্য রাসেল আহমদ বলেন, কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক এখন অনেক সুন্দর লাগছে। এলাকার তরুণরা সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তাদের মতো সবার উচিত নিজ নিজ এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা। আমিও আমার এলাকার তরুণদের নিয়ে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করব।

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন