চাঁপাইনবাবগঞ্জে ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ ,আহত পরিবার ও ছাত্র নাগরিকের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ, আহত পরিবারের সাথে ও ছাত্র নাগরিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের শহীদ সাটু অডিটোরিয়াম এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাহীন সরকার এর নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আব্দুল আল মাহমুদ মেহেদী,কুররাতুল আইন কানিজ,সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ,ফয়সাল আহমেদ,মাসুদ রানা,ফাতিন মাহাদী,সাদিকুল ইসলাম স্বাধীন, শ্রী ঐশিক মন্ডল জয়,মাহাদী হাসান মাহীর,সালাউদ্দিন আম্মার,মোঃ আতাউল্লাহ মোঃ আহসান লাবীব, আসিফ নেহাল প্রমুখ্য।সভায় সমন্বয়করা বলেন, আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। আমাদের কোন দল নাই, আমাদের কোন বিভেদ নাই, আমাদের একটাই দল - মানুষের দল। একটা সমতা ভিত্তিক সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আরও আন্দোলন করতে হলে আমরা আরো আন্দোলন করবো।
বক্তারা আরো বলেন, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশে যারা ফাটল ধরাতে চেষ্টা করেছে আমরা তাদেরকে রুখে দিয়েছি। সামনে কেউ যদি দল মতের পার্থক্যের সুযোগে বিভেদ তৈরির চেষ্টা করলে তাদেরকেও রুখে দেওয়া হবে। যারা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।
বক্তারা বলেন ৫ তারিখে স্বৈরাচার পতনের পরে আমাদের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। গত সতেরো বছর মানুষ চুপ ছিল বলে আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমাদের বাক স্বাধীনতা বজায় রাখতে কথা বলতে হবে, সমালোচনা জারি রাখতে হবে। পুলিশ বাহিনীকে এমনভাবে রিফর্ম করতে হবে যাতে পুলিশ কখনও মানুষের বুকে গুলি না করে, চোখ রাঙিয়ে না থাকায়। পুলিশ বাহীনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আলদা করে পুলিশ কমিশন গঠন করার দাবী জানান।
সভায় বক্তারা আরো বলেন আগে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তারপর দেশে ক্ষমতা হস্তান্তর হবে। নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন জনগণের ম্যান্ডেট। যারা দেশে চাদাবাজি অরাজকতা করবে তাদের আপনারা জায়গা দিবেন না। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। রাষ্ট্রের সংস্কারের জন্য আমাদের কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের এই সিস্টেম বদলাতে হবে।
স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সাব্বির, বায়জিদ,সোহেল,শেখ নাসিম,ফাতেমাতুজ জোহুরা,আকিব, রাহিম সহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নাগরিক সমাজের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম তরু, শাহনেয়ামাতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান,এ্যাড নুরে আলম সিদ্দিকি আসাদ, ডা. মাহফুজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত দুইজনের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় সম্মন্বয়কেরা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
