অপসারণের দাবিতে বিক্ষোভের মুখে স্বেচ্ছায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ননের রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দু সহিদকে স্কুল ছাড়তে বাধ্য করলেন এলাকাবাসী। গত রবিবার বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন স্থানীয় লোকজন ও অভিভাবকরা মিলিত হয়ে রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের দাবি জানিয়ে স্কুল ঘেরাও করেন। খবর পেয়ে প্রধান শিক্ষক একটি কক্ষে লুকিয়ে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর জনসম্মুখে আসতে বাধ্য হন ওই প্রধান শিক্ষক। পরে তিনি এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় স্কুল থেকে বেরিয়ে যান।
জানা গেছে, ২০২০ সাল থেকে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীসহ অনেক অভিভাবক বিভিন্ন সময়ে অনিয়মের লিখিত অভিযোগ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ২০টিরও বেশি অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে। কিন্তু রহস্যজনক কারণে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ওই বিতর্কিত প্রধান শিক্ষককে স্কুল থেকে বিতাড়িত করতে চান বলে জানান এলাকাবাসী। তারই ধারাবাহিকতায় গত রবিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে এ ঘেরাও কর্মসূচি করা হয়েছিল বলে জানান স্থানীয় উপস্থিত জনতা।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দু সহিদ উপস্থিত সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সেগুলো আইনগতভাবে তদন্তের মাধ্যমে দেখা হচ্ছে। আইনগতভাবে যে সিদ্ধান্ত আসবে, তিনি তা মেনে নেবেন। যেহেতু এলাকাবাসী ও অভিভাবকরা চান না তিনি বিদ্যালয়ে থাকেন, সেহেতু তিনি এলাকাবাসী ও অভিভাবকদের সিদ্ধান্তকে মেনে নিয়ে বিদ্যালয় থেকে চলে যাচ্ছেন বলে বক্তব্য দেন সাংবাদিকদের ক্যামেরার সামনে। অভিযোগের তদন্তের পরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলে বিদ্যালয় থেকে বেরিয়ে যান।
পরে এলাকাবাসী ও অন্য সহকারী শিক্ষকবৃন্দ স্কুল কক্ষে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক নূরে আলম, সহকারী শিক্ষক মো. মহিবুর রহমান, বজলুল বারী, মো. আনোয়ার হোসাইন, সহকারী শিক্ষিকা জবা রানী তরফদার, শিক্ষক আমির হোসেন, আলকাছ চৌধুরী, ইব্রাহিম খলিল, নেছার আহমেদ, অনিকা অধিকারী। এদের মধ্যে চার সহকারী শিক্ষককে সমন্বয়ক করে সহকারী প্রধান শিক্ষক নূরে আলমকে প্রধান করে স্কুল পরিচালনা করার জন্য দায়িত্ব দেন আন্দোলনকারী এলাকাবাসী ও অভিভাবকরা।
এ সময় আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন- বর্তমান মেম্বার আ. ওয়াদুদ, মাহির উদ্দিন, শরিফ উদ্দিন, কামরুল, মাসুমা, শাহআলম, মাওলানা ফারুক আহমদ, জাহির উদ্দিন, মো. ফরিদ আহমেদ, আব্দুল মমিন, মুজিবুর রহমান, আবু তাহের, মো. ফয়জুর রহমান, মো. ইমাম হোসেন, পিনাকী তালুকদার, মো. ফজিলসহ অনেকে।
এমএসএম / জামান

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
