আনোয়ারা-বাঁশখালীর জেলেদের মধ্যে বিরোধ নিরসনে দুপক্ষের বৈঠক
চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী উপজেলার জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরার ফার বসানোর স্থান নিয়ে পরস্পরের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনকল্পে উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসন সমঝোতা বৈঠকের আয়োজন করে। আনোয়ারা উপজেলার শোলকাটাস্থ লাবিবা কনভেনশন হলে বুধবার (২৫ আগস্ট) দুই উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে আনোয়ারা-বাঁশখালী উপজেলাধীন বঙ্গোপসাগরে মৎস্য আহরণকারী জেলেদের মধ্যে মাছ ধরার ফার বসানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের বিষয় নিয়ে ইতিবাচক দীর্ঘ আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মুহাম্মদ হুমায়ুন কবির, বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার,রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন। এছাড়া দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ মৎস্যজীবী প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন বলেন, বুধবার দুই উপজেলা প্রশাসনের সমঝোতা বৈঠকে বঙ্গোপসাগরে জাল বসানোর স্থান নিয়ে পরস্পরের মধ্যে সৃষ্ট বিরোধের বিষয়ে দীর্ঘ আলোচনার পর প্রশাসন যে ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হয়েছে তাতে উভয় উপজেলার জেলেদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
উল্লেখ্য, গত ৩ ও ৪ আগস্ট সাগরে জাল বসানোর স্থান নিয়ে আনোয়ারা এবং বাঁশখালী উপজেলার জেলেদের মধ্যে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মোহাম্মদ নাছির (৩০) নামের এক জেলে নিখোঁজ হওয়ার পর সাগর থেকে তার মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ায় উভয় উপজেলাধীন জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করতে থাকে। অবশেষে দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলেদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনের লক্ষ্যে ওই সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দুই উপজেলার মৎস্য আহরণকারীরা সমন্বয় করে সাগরে জাল বসানোর সিদ্ধান্ত হয়। প্রতিটি জাল ৩০০ মিটার দূরত্ব রেখে বসাতে হবে। আগামী ১৫ নভেম্বর দুই উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সাগরে সরেজমিন গিয়ে বিষয়টি নিস্পত্তি করার সিদ্ধান্ত হয়।
এমএসএম / জামান