সন্তানদের ভালো পোশাক কিংবা দুবেলা ঠিকমতো খাবার দিতে পারি না : গুম হওয়া আরিফুলের স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের আব্দুল বাসেদ মণ্ডলের টোলা গ্রামের বানী ইসরাইলের ছেলে গুম হওয়া আরিফুলের স্ত্রী মাজেরা বেগম বলেছেন, তার স্বামী গুম হওয়ার পর থেকে দুটি সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। দুটি সন্তান নিয়ে অপেক্ষা করতে করতে দুচোখে শুধু অন্ধকার দেখছি। সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। সন্তানদের একটি ভালো পোশাক কিংবা দুবেলা দুমুঠো খাবার ঠিকমতো দিতে পারি না।
উল্লেখ্য, আরিফুলকে ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ বিকেল পৌনে ৩টার দিকে কোচিং চলাকালীন আরিফুলের বাবা ও আরিফুল বিএনপি মতাদর্শী হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্থানীয় দোসরদের সহায়তায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। তখন থেকে পরিবারে নেমে আসে কালো অধ্যায়। যখন আমি স্বামীকে হারিয়ে শোকাহত, তখন বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জিডি কিংবা মামলা না করার জন্য হুমকি প্রদান করা হয়।
স্বামী আরিফুলকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সকল হুমকি উপেক্ষা করে জিডি করার জন্য থানায় গেলে কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে আমার জিডি নেয়া তো দূরের কথা, তৎকালীন ওসি আর থানায় না আসার জন্য হুমকি প্রদান করেন। তারপরও পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বারবার থানায় ধরনা দিলে আমাদেরও গুম করার হুমকি প্রদান করে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গুম হওয়া স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে মানববন্ধনে ক্রন্দনরত অবস্থায় এ কথাগুলো বলেন মাজেরা বেগম।
তিনি আরো বলেন, গুমা হওয়া আরিফুলের শোকে বাবা মো. বানী ইসরাইল ২০১৭ সালের ৫ আগস্ট হঠাৎ প্যারালাইসড হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে যান। পরিবারে নেমে আসে আরেকটি কালো অধ্যায়। বানী ইসরাইল দীর্ঘ প্রায় পাঁচ বছর অসুস্থ থেকে গুম হওয়া ছেলে আরিফুলের শোকে ২০২২ সালে হার্ট অ্যাটাকে মারা যান।
মাজেরা বেগম জানান, পুত্র শোকে তার শাশুড়ি মোসা. শরিফন বেগম দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। তার সন্তানেরা বারবার বাবার খোঁজ করে। সন্তানদের বুঝ দেয়ার মতো কোনো ভাষা খুঁজে পাই না। সন্তানরা শুধু বাবাকে খোঁজে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুম হওয়া আরিফুলকে দ্রুততম সময়ের মধ্যে জীবিত অবস্থায় ফেরত চান এবং এই গুমের সাথে যারা জড়িত তাদের বিচার চেয়ে কোন্নায় ভেঙে পড়েন মাজেরা।
মানববন্ধনে বক্তব্যে দেন- আরিফুলের মা শরিফুন বেগম, দেবীনগর ইউপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, এলাকাবাসীর পক্ষে দুরুল হুদা, আরিফের ছোট ভাই সোহেল রানা, মেয়ে মাহমুদা।
মানববন্ধনে পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
জামান / জামান

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
