ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রাজস্ব খাত নয়, নিজের পকেট ভারি করছেন কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১২:৩২

সরকারকে রাজস্ববঞ্চিত করে নিজের পকেট ভারি করতে কাস্টমস গুদামের মালামাল লুটপাট করে বেচা-বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছেন কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদ। কক্সবাজারের উখিয়ারঘাট বালুখালী কাস্টমস শুল্ক গুদামে রাখা জব্দকৃত বিভিন্ন মালামাল রাতের আঁধারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে স্থানীয় আবুল হোসনের সহযোগিতায় পাচার ও কমমূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

কাস্টমসের আলোচিত-বিতর্কিত চিহ্নিত দালাল আবুল হোসেনের সাথে সিন্ডিকেট করে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদ গুদামের মালামাল নিলাম ছাড়া ইচ্ছাকৃতভাবে মনগড়া বেচা-বিক্রি করে নিজের পকেট ভারি করতে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। প্রকাশ্যে নিলাম দিলে তার পকেটে কোনো টাকা ঢোকে না, তাই তিনি এসব কারসাজি করে রাতের আঁধারে গুদামের মালামাল সরিয়ে আবুল হোসেনকে দিয়ে বেচা-বিক্রি করান বলে জানিয়েছেন স্থানীয়রা।

 বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জব্দকৃত গুদামের জমা ৭৫ বস্তা ইউরিয়া সার রাতের আঁধারে প্রকাশ্যে নিলাম ডাক ছাড়া গোপনীয়ভাবে উখিয়ার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদ। সরকারের প্রাপ্য রাজস্ব না দিয়ে তিনি তার পকেট ভারি করতে এই সার রাতারাতি বিক্রি করেছেন বলে অভিযোগ তোলেন স্থানীয় ব্যবসায়ীরা।

এরকম অনেক মূল্যবান মালামাল তিনি বিভিন্ন দালালের মাধ্যমে নিলাম ডাক ছাড়া বেচা-বিক্রি করে রাজস্ব খাতে নামমাত্র অর্থ দিয়ে নিজের পকেটে নিয়েছেন দ্বিগুণ টাকা। এমন কর্মকাণ্ড অহরহ ঘটিয়েছেন এই কর্মকর্তা। 

এ ঘটনা নিয়ে কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সারগুলো রাখায় গুদামের অবস্থা খারাপ হয়ে গেছিল তাই সারগুলো তড়িঘড়ি বিক্রি করা হয়েছে। সারের বিষয়টি আমি উখিয়ার কৃষি অফিসার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। এ টাকা সরকারের রাজস্ব খাতে জমা করা হবে। 

এ বিষয়ে উখিয়া উপজেলা কৃষি অফিসার নেজাম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সার বিক্রির বিষয়ে কাস্টমস কর্মকর্তা আমার সাথে যোগাযোগ করছিলেন। আমি বলেছি জব্দকৃত সারগুলো উখিয়ার সকল সার ব্যবসায়ীকে জানিয়ে প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে দিলে অসুবিধা নেই। গোপনভাবে রাতারাতি ইচ্ছাকৃত একজনের কাছে সারগুলো বিক্রি করে দিতে বলার এখতিয়ার আমার নেই। আমি এমন কথা বলিনি।

জানা গেছে, ঘুমধুম হয়ে মিয়ানমার সীমান্তে বাংলাদেশের চোরাকারবারি ও ব্যবসায়ীরা দেশীয় পণ্য, চাল, ডাল, তেল, বিভিন্ন ধরনের সার, গরু-মহিষ, মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল এপার-ওপারে আদান প্রদান করার সময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে মালামাল আটক ও মালিকবিহীন পণ্যগুলো জব্দ করতে দেখা যায়। এসব মালামাল জব্দ তালিকা ও বর্ণনা অনুযায়ী কাস্টমস্ শুল্ক গুদামে জমা প্রদান করেন বিজিবির কর্মকর্তারা।

সরকারি নীতিমালা অনুযায়ী জমে থাকা মালামাল স্থানীয় ব্যবসায়ী ও পার্শ্ববর্তী এলাকার ২ কিলোমিটারের ভেতরে প্রচারণা চালিয়ে প্রকাশ্যে নিলাম ডাক দেয়া হয়। কিন্তু উখিয়ার এই কাস্টমস কর্মকর্তা এসবের তোয়াক্কা করেন না। তার স্বেচ্ছাচারিতায় সব ধরনের অনিয়ম নিয়মে পরিণত করেছেন। জব্দকৃত গুদামের জমামালগুলো তিনি প্রকাশ্যে নিলাম ছাড়া বেচা-বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবৎ। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দকৃত মালামালগুলো নিয়মিত কাস্টমস কর্মকর্তার গুদামে জমা পড়ে। এসব মালামাল জমা পড়ার খবর পেলেও নিলাম বা বিক্রির খবর পান না কেউ। তার বিভিন্ন কারসাজিতে নামমাত্র কিছু অর্থ চালানের মাধ্যমে জমা দেখায় সরকারি রাজস্ব খাতে। সরকারি নীতিমালা অনুযায়ী যদি এসব মালামাল প্রকাশ্যে নিলাম ডাক হতো, তাহলে রাজস্ব খাতে দ্বিগুণ টাকা জমা পড়তো বলে মন্তব্য করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এক সময় নিলাম ডাক দিলে এলাকায় মাইকিং করতে শোনা যেত। মাইকিং শেষে উপস্থিত লোকজনের মধ‍্যে প্রকাশ‍‍্য নিলামে মালামাল বিক্রি করা হতো। দীর্ঘদিন যাবৎ এই স্বচ্ছ কর্মকাণ্ডগুলো দেখি না। ভেবেছিলাম আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে দুর্নীতি-অনিয়ম বন্ধ হবে, কিন্তু দেশে এখন যা চলছে তার উল্টো।

ব্যবসায়ীরা বলছেন, দেশের এমন ক্রান্তিলগ্নেও সরকারি রাজস্ব মেরে দিচ্ছেন এই অসাধু কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদ। সারাদেশে বিভিন্ন দপ্তর সংস্কারের কাজ চলছে। অথচ উখিয়ার কাস্টমস অফিসের দুর্নীতি-অনিয়মের সংস্কার হচ্ছে না। এর প্রধান কারণ কক্সবাজার জেলা কাস্টমসের সহকারী কমিশনার নিজেই উখিয়া কাস্টমসের দুর্নীতির সাথে জড়িত। তা না হলে তিনি এসব ঘটনা জানার পরও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। 

মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও কক্সবাজার জেলা কাস্টমসের সহকারী কমিশনারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / জামান

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত