ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

আলফাডাঙ্গার স্বপ্ননগর এখন মাদক-অশ্লীলতা আর বখাটের অভয়ারণ্য


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ৪:৩২

ভূমিহীন, আশ্রয়হীন ও অসহায় মানুষদের বসবাসের জন্য নির্মিত স্বপ্ননগর এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গাঁজা, মদ ও ইয়াবা সেবনের রীতিমতো আখড়ায় পরিণত হয়েছে এই প্রকল্প এলাকা। উঠতি বয়সী তরুণ-তরুণীদের নির্ভয়ে বেহায়াপনা ও অশ্লীল পদচারণায় মুখরিত থাকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। সেই সাথে একান্তে সময় কাটানোর জন্য ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কথিত কফি হাউস নোংরামিতে যোগ করেছে বাড়তি মাত্রা। 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামের চরাঞ্চলে আশ্রয়ণ প্রকল্প স্বপ্ননগর। উপজেলার আশ্রয়হীন ভিটেমাটিহারা মানুষদের সরকারি বরাদ্দকৃত আবাসন এলাকাটি মাদক সেবন ও বহিরাগত বখাটেদের উতপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। মধুমতি নদীতীরবর্তী স্থানটিতে সরকারিভাবে ঘর-বাড়ি, রাস্থাঘাট নির্মাণ করার ফলে ধীরে ধীরে জনপদে রূপ নেয়। সেই সাথে এলাকা ও বাইরের দর্শনার্থীর আগমনে বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে ওঠে। 

কাতলাসুরের কৃষি উদ্যোক্তা দেলোযার হোসেন জানান, স্বপ্ননগর তৈরি হওয়ার পর এখানকার মানুষ শান্তিতে ছিল। কিন্তু বহিরাগতদের আনাগোনায় বিশৃংখলা ও অপরাধমূলক কর্মকাণ্ওড বাড়তে থাকে। দূর-দূরান্তের অচেনা-অজানা লোকেরা নদীর কূল ও অন্যান্য স্থানে মাদক সেবন, মারামারি, নারীসঙ্গসহ অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। আমাদের গ্রামের ঐতিহ্য ও সুনাম নষ্ট হচ্ছে এহেন কার্যকলাপে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন দেলোয়ার।

কাতলাসুর গ্রামের কৃষক মোহাব্বত মোল্যা জানান, স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা মোটরসাইকেল চেপে দূর-দূরান্ত থেকে এখানে আসে। উদম ঘোরাঘুরি, কথিত কফি হাউসে বিরামহীন আড্ডায় মেতে থাকে তারা। মাদক সেবনও চলে দেদার। সেই সাথে চলে অনৈতিক কার্যকলাপও। স্বপ্ননগরে ঘুরতে আসে বেশিরভাগই তরুণ-তরুণী। চালচলন ও কথাবার্তায় লাজ-লজ্জাহীন ভয়-ডরহীন একটা প্রজন্ম এখানকার নিয়মিত কাস্টমার। এমন বিস্তর অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সন্ধ্যার পর এই বিস্তীর্ণ এলাকায় যেখানে সেখানে চলে মাদক সেবন। ফরিদপুরের আলফাডাঙ্গা ও নড়াইলের লোহাগড়ার সীমান্তে বিস্তীর্ণ চরাঞ্চল ও দুর্গম এলাকা হওয়ায় এক প্রকার বাধাহীনভাবে চলে অনৈতিক কার্যকলাপ। নির্ভয়ে চলে গাজা, মদ, ইয়াবা, ফেনসিডিল সেবনের রমরমা আসর। স্বপনগরের বাসিন্দারা হতদরিদ্র হওয়ায় মুখ খুলতে সাহস পান না। প্রেমিক-প্রেমিকা বা যুগল কেউ ঘুরতে এলে বিশেষ নজরে রাখে একটি চক্রটি। সন্ধ্যার পরপরই যুগল দর্শনার্থীদের আটকে দিয়ে ব্ল্যাকমেইল করে নগদ অর্থ, মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগও রযেছে বিস্তর। স্থানীয় ভাষায় এই হয়রানি ও বিড়ম্বনার নাম 'কট।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর ২টায় বখাটেদের উৎপাতের শিকার হন পার্শ্ববর্তী কুচিয়াগ্রামের শাকিব নামে এক তরুণ ও তার বান্ধবী। এ সময় বখাটের ছোড়া গুলিতে আহত হন হাফিজুর রহমান ও খাইরুল ইসলাম নামে দুই তরুণ। উক্ত গোলাগুলির ঘটনায় সামিউল ইসলাম অপি ও পৈাচ্যনামে দুজনকে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয় জনতা। এছাড়া বিতর্কিত কফি হাউস স্বপ্নকাননের মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা। অপ্রীতিকর এ ঘটনায় এখনো আতঙ্কে দিন কাটছে কাতলাসুর ও আশপাশের মানুষের। সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। মাদক, বেয়াপনা ও উচ্ছৃংলতায় উদ্বিগ্ন থাকলেও গুলির ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। 

স্বপ্ননগরে আড্ডা দেয়া বা ঘুরতে আসে বেশিরভাগই তরুণ-তরুণী। তরুণদের নীতি-নৈতিকতা বিবর্জিত আচরণ ও মাদক সেবনের বিষয়ে আলফাডাঙ্গা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস বলেন, নৈতিকতার অবক্ষয়, সামাজিক মূল্যবোধের স্থলন ও অবাধ তথ্যপ্রযুক্তির অপব্যবহারের ফলে অপরাধে জড়াচ্ছে তরুণরা। সেই সাথে সামাজিকমাধ্যমে প্রচারিত বিপথগামী ট্রেন্ডিং প্রভাবিত করছে বর্তমান প্রজন্মকে, যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। সামাজিক বিচ্যুতি ও অপরাধ থেকে উত্তরণে ধর্মীয় বিধি-বিধান মান্য ও অভিভাবকদের সন্তানদের প্রতি আরো বেশি যত্নবান ও সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রবীর কুমার বিশ্বাস।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিল্লাল জানান, বাইরের লোকজন এ এলাকার সুনাম নষ্ট করছে। প্রশাসন পদক্ষেপ নিলে সুফল আসবে। আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব।

সরকারি এই আবাসন প্রকল্প এলাকার শৃংখলা ফিরিয়ে আনার ব্যাপারে ২নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম সকালের সময়কে বলেন, গোলাগুলির খবর শুনেছি। সেখানকার বিশৃংখলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলে আমরা পদক্ষেপ নেব।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সারমীন ইয়াসমীন বলেন, স্বপ্ননগরের বিশৃংখলা ও মাদকের বিষয়ে কেউ অভিযোগ জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে

আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং