সেলাই মেশিনে ভর করে নতুন জীবনের স্বপ্নে এগিয়ে যাচ্ছেন হাবিবা
 
                                    শরীয়তপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম। এ সময় সেলাই মেশিন পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসব অসচ্ছল নারী।
অনুষ্ঠানে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, জেলার বেকার নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করতে বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন নারীকে ৭৫ দিনের সেলাই ও ফ্যাশান ডিজাইনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে এসব নারীর মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নাড়িয়া উপজেলার নশাসন এলাকা থেকে সেলাই মেশিন নিতে এসেছেন হাবিবা আক্তার নামে এক কলেজশিক্ষার্থী। হাবিবা আক্তারের সাথে কথা হলে তিনি জানান, তার বাবা দুলাল সরদার পাঁচ বছর আগে মারা যান। তার বড় ভাইয়ের সাথে পরিবারের কোনো যোগাযোগ নেই। ৩ বোনের মধ্যে হাবিাব সেজো। মা তাসলিমা বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করে সামান্য উপার্জনের টাকা দিয়ে চালিয়ে আসছেন দাদি, বড় ভাইয়ের স্ত্রী ও তার মেয়েসহ ছয় সদস্যের পরিবার। অর্থের অভাবে হাবিবার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এ সময় তিনি জানতে পারেন আনসার বাহিনীর প্রশিক্ষণের কথা। পরে ৭৫ দিন প্রশিক্ষণ শেষে একটি সেলাই মেশিন পেয়ে অর্থকষ্ট থেকে মুক্তির বার্তা খুঁজে পেয়েছেন তিনি।
এ সময় হাবিবা আক্তার বলেন, গরিব পরিবারের সন্তান হওয়ার আমাদের সংসারে টানাপড়নে চরছে। মায়ের একার পক্ষে পরিবারের এতোগুলো লোকের খাবার আর পড়াশোনার খরচ জোগাতে ভীষণ কষ্ট হচ্ছিল। এ অবস্থায় আমার পড়াশোনা চালানোই কঠিন হয়ে পড়েছিল। আমি আজ আনসার বাহিনী থেকে সেলাই প্রশিক্ষণ শেষ করে একটি সেলাই মেশিন পেলাম। এখন সেলাইয়ের কাজ করে মাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়ে নিতে পারব। আমি আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই।
শরীয়তপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জাহাঙ্গীর আলম বলেন, আমরা আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকি। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জেলার বেকার মেয়েদের স্বাবলম্বী করার চেষ্টা করি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবারকে সাহায্য করতে পারবে। সেই ধারাবাহিকতায় আজ ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসব নারী এখন মেশিন চালিয়ে আয় করে ঘুরে দাঁড়াতে পারবে।
এমএসএম / জামান
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                