আক্কেলপুরে ব্যাপক আগ্রহে চলছে করোনা ভ্যাকসিন গ্রহণ
করোনা ভ্যাকসিন গ্রহণে প্রতিনিয়ত জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন অসংখ্য নারী পুরুষ। আবার এখনো যারা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেননি, তাদের মধ্যেও নিবন্ধনের জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি বুথ রয়েছে। এর একটিতে প্রথম ডোজ এবং অপরটিতে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। প্রতিদিন প্রথম ডোজ গ্রহণ করেন ৭০০ থেকে ৭৫০ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ৪০০ থেকে ৪৫০ জন নারী-পুরষ। ভ্যাকসিন প্রদানের শুরু থেকে বৃহস্পতিবার (২৬ আগষস্ট) পর্যন্ত এ উপজেলায় প্রথম ডোজ নিয়েছেন প্রায় ১৩ হাজার জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার নারী-পুরুষ।
আওয়ালগাড়ী গ্রামের কৃষক কালাম বলেন, আমরা প্রথমে নিবন্ধন করিনি কিন্তু এখন পরিবারের সকলের নিবন্ধন করেছি এবং গ্রামের অন্যদেরও বলছি ভ্যাকসিন নিতে। দেখছি তারাও নিবন্ধন করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন সরকার জানান, মানুষের মধ্যে এখন ব্যাপক আগ্রহ। যথেষ্ট লোকবল থাকার পরও পূর্বের তুলনায় এখন আমাদের ভ্যাকসিন দিতে হিমশিম খেতে হচ্ছে। যদি স্থায়ীভাবে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাওয়া যেত তাহলে আমাদের ভ্যাকসিন প্রদানের কাজে অনেক সুবিধা হতো।
এমএসএম / জামান